Digha News: সমুদ্র-জগন্নাথ মন্দিরের পর দিঘায় নতুন আকর্ষণ! পর্যটকদের মন মাতাচ্ছে লেজার পার্ক, টিকিট মাত্র ২০ টাকা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Digha News: দিঘার মূল আকর্ষণ সমুদ্র। সেই সঙ্গেই নবনির্মিত জগন্নাথ মন্দিরের টানেও এখন অনেকে সৈকত শহরে ছুটে আসছেন। এবার এর সঙ্গে জুড়ল লেজার পার্ক।
দিঘা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথীঃ দিঘায় ঘুরতে আসা পর্যটকদের জন্য খুশির খবর। সমুদ্র, জগন্নাথ মন্দিরের পর সৈকত শহরে নতুন চমক লেজার পার্ক। ডিসেম্বরের ছুটির মরসুমে এবং নববর্ষের আবহে পর্যটকদের বিনোদনের জন্য নতুন আকর্ষণ এটি।
দিঘার মূল আকর্ষণ সমুদ্র। সেই সঙ্গেই নবনির্মিত জগন্নাথ মন্দিরের টানেও এখন অনেকে সৈকত শহরে ছুটে আসছেন। এবার এর সঙ্গে জুড়ল লেজার পার্ক। এই পার্ক পর্যটকদের জন্য অতিরিক্ত বিনোদনের সুযোগ তৈরি করবে এবং তাঁদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ কোথাও কুয়াশা, কোথাও আবার আকাশ পরিষ্কার! উত্তরের কোন জেলায় আজ কেমন আবহাওয়া, লেটেস্ট আপডেট জানুন
দিনে সমুদ্র উপভোগ ও জগন্নাথ মন্দির দর্শন করার পর সন্ধ্যায় কাজল দিঘিতে অমরাবতী পার্কের কাছে মনোরম পরিবেশে মিউজিকের সঙ্গে আলোর রোশনাইয়ে লেজার শো উপভোগ করতে পারবেন পর্যটকরা। মনে করা হচ্ছে, দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এই অভিনব পার্ক দিঘার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলবে।
advertisement
advertisement
দিঘা লেজার পার্কের সময়সূচি সকাল ৯:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত। লেজার শোয়ের সময় সন্ধ্যা ৬:০০ টা থেকে রাত ৯:০০ টা। টিকিটের মূল্য মাথাপিছু মাত্র ২০ টাকা। ইতিমধ্যেই এখানে পর্যটকদের ঢল নেমেছে। বিশেষ করে বাচ্চারা এই পার্কে এসে আনন্দিত হচ্ছে। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এই নতুন আকর্ষণ নিশ্চিতভাবে দিঘায় আগত পর্যটকদের আনন্দ দেবে বলে অনুমান করা হচ্ছে।
advertisement
অন্যদিকে বড়দিন-নববর্ষের আবহে দিঘায় থিকথিকে ভিড়। কার্যত তিলধারণের জায়গা নেই। রবিবাসরীয় সকাল থেকেই দিঘায় পর্যটকদের ঢল। প্রশাসনের পক্ষ থেকে রয়েছে বাড়তি নজরদারি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Dec 21, 2025 11:27 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: সমুদ্র-জগন্নাথ মন্দিরের পর দিঘায় নতুন আকর্ষণ! পর্যটকদের মন মাতাচ্ছে লেজার পার্ক, টিকিট মাত্র ২০ টাকা








