প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাথরের ফাঁক থেকে অস্বাভাবিক ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকায় আগুন লাগার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নজরে আসতেই দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।
খবর পেয়ে দিঘা দমকল কেন্দ্রের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কী কারণে পাথরের খাঁজের ভেতরে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সমুদ্র তীরে বসা পর্যটকরা স্মোক করতে গিয়ে দেশলাই এর আগুন কাঁঠি ফেলে দিলে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে।
advertisement
এই ঘটনায় সাময়িকভাবে সি বিচ এলাকায় পর্যটকদের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে। দমকল বাহিনী পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান চলবে বলে জানা গিয়েছে।
