Fire at Digha Beach: পর্যটন মরশুমে দিঘা সৈকতে আগুন, দমকলের একাধিক ইঞ্জিন তৎপর! আতঙ্কে পর্যটকেরা
- Reported by:Sujit Bhowmik
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Fire at Digha Beach: দিঘার সৈকতে হঠাৎ আগুন! সমুদ্র পাড়ে সৈকতের ওপর থাকা বড় বড় পাথরের খাঁজের ভেতর থেকে ধোঁয়া দেখতে পায় সবাই। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। সঙ্গে সঙ্গে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে সি বিচে।
দিঘা: দিঘার সমুদ্র সৈকতে হঠাৎ আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। রবিবার বিকেলে সি বিচ এলাকায় সৈকতের ওপর থাকা বড় বড় পাথরের খাঁজের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাথরের ফাঁক থেকে অস্বাভাবিক ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকায় আগুন লাগার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নজরে আসতেই দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।
advertisement
খবর পেয়ে দিঘা দমকল কেন্দ্রের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কী কারণে পাথরের খাঁজের ভেতরে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সমুদ্র তীরে বসা পর্যটকরা স্মোক করতে গিয়ে দেশলাই এর আগুন কাঁঠি ফেলে দিলে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে।
advertisement
এই ঘটনায় সাময়িকভাবে সি বিচ এলাকায় পর্যটকদের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে। দমকল বাহিনী পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান চলবে বলে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2025 4:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire at Digha Beach: পর্যটন মরশুমে দিঘা সৈকতে আগুন, দমকলের একাধিক ইঞ্জিন তৎপর! আতঙ্কে পর্যটকেরা










