পোষ্যবিড়ালদের খাবার দেওয়াকে কেন্দ্র করে মালিক-ভাড়াটে বচসা! বিবাদ গড়াল চরম পরিণতিতে, সব শেষ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বর্ধমান: পোষ্যবিড়ালদের খাবার দেওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিক ও ভাড়াটের মধ্যে বচসা। বচসার জেরে বাড়ির মালিককে ধাক্কা মারলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন বাড়ির মালিক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃতের নাম সন্দীপ দত্ত( ৫২ )। বাড়ি বর্ধমান শহরের বিজয় পল্লী কালনা রোড এলাকায়।
মৃতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ভাড়াটে সোমনাথ রায়-কে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। রবিবার ধৃতকে পুলিশের পক্ষ থেকে বর্ধমান আদালতে পেশ করা হয়। মৃতের পরিবার অভিযোগ, গতকাল রাতে সন্দীপ দত্ত বাড়িতে পোষ্যবিড়ালদের খাবার দিতে গেলে, খাবার দেওয়াকে কেন্দ্র করে ভাড়াটে সোমনাথ রায়ের সঙ্গে বচসা হয় সন্দীপ দত্তর।অভিযোগ,বচসাকালীন হঠাৎ করেই সোমনাথ রায় ধাক্কা মারেন সন্দীপ দত্তকে।আচমকা ধাক্কার ফলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন সন্দীপ দত্ত।
advertisement
advertisement
জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2025 4:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পোষ্যবিড়ালদের খাবার দেওয়াকে কেন্দ্র করে মালিক-ভাড়াটে বচসা! বিবাদ গড়াল চরম পরিণতিতে, সব শেষ







