আরও পড়ুন: পথ কুকুরদের বরণ করে পুজো! চন্দননগরের বিশেষ আয়োজনে সারমেয়দের ভাইফোঁটা
এবছর দুর্গাপুজোয় কান্দি শহরের ৮৬ টি পুজো কমিটি প্রতিদ্বন্দ্বিতা করে। পুরস্কারের জন্য ৫ টি বিভাগকে বিবেচনা করা হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পুজোকমিটিগুলোর হাতে তুলে দেওয়া হয়। সেরা প্রতিমা, আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, সমাজসেবা, মহিলা পরিচালিত দুর্গাপুজোর পুরস্কার দেওয়া হয়েছে।
advertisement
মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভার উদ্যোগে কয়েক বছর ধরেই দুর্গাপুজো উপলক্ষে শারদ সম্মান আয়োজন করা হচ্ছে। পাশাপাশি গতবছর থেকে পুরসভা উদ্যোগে কার্নিভালের আয়োজন করা হয়। এবছর কার্নিভাল ছিল জমজমাট। কালীপুজোর আগে দেওয়া হল পুজোর পুরস্কার। শহরের মধ্যে প্রতিমাতে প্রথম হল জেমো ইন্দ্রতলা দুর্গাপুজো কমিটি। পাশাপাশি অরবিন্দ স্পোর্টিং ক্লাব, যারা এবছর লালকেল্লা তৈরি করে চমক দিয়েছিল তাদের ঝুড়িতেও মিলেছে দুটি পুরস্কার।
কৌশিক অধিকারী