প্রতি বছরই হেরিটেজ স্থাপত্য উঠে আসে এই পুজোর ভাবনায়। কখনও ভিক্টোরিয়া মেমোরিয়াল, কখনও টাউন হল। এ বছর সেই তালিকায় যুক্ত হল মহাবিশ্বের রহস্য দর্শনের দরজা খুলে দেওয়া বিড়লা তারামণ্ডল। ১৯৬৩ সালে দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্বোধনের মধ্য দিয়ে কলকাতায় আত্মপ্রকাশ করেছিল এই প্রতিষ্ঠান। মহাকাশ গবেষণার সেই ঐতিহাসিক যাত্রার ৬২ বছর পূর্তিতে নাগেরবাজারের পুজো প্যান্ডেলে তৈরি হচ্ছে তার নিখুঁত আবহ। আয়োজক কমিটির কর্ণধার জানালেন, মানুষকে শুধু বিনোদন নয়, শিক্ষার সুযোগও দিতে চাই আমরা। নতুন প্রজন্মের মধ্যে হেরিটেজের প্রতি কৌতূহল বাড়ানোই মূল লক্ষ্য। এবার দুর্গোৎসবে তাই মণ্ডপে ঢুকলেই দর্শনার্থীরা দেখছেন এক অন্য অভিজ্ঞতা, যেন মহাবিশ্বকে কাছ থেকে দেখার সুযোগ, কলকাতার ঐতিহ্যকে নতুনভাবে জানার সুযোগ মিলছে এভাবেই।
advertisement
দর্শনার্থীদের অনেকেই জানাচ্ছেন, ছোটবেলায় এই শো দেখলেও পরে আর দেখা হয়ে ওঠেনি সেভাবে। এই পুজো মণ্ডপের সুবাদেই এবার তারামণ্ডল ও মহাকাশের সৌন্দর্য দৃশ্যের কথা মনে এল। শিশুরাও এই পুজো মণ্ডপে এসে তাদের পাঠ্য বইয়ে পড়া বিষয়বস্তুকেই যেন চাক্ষুষ করতে পারলেন। অনেক অভিভাবকদের দেখা গেল মণ্ডপের মধ্যে দাঁড়িয়েই সন্তানদের নানা মহাজাগতিক দৃশ্য বিশ্লেষণ করে বোঝাচ্ছেন। সব মিলিয়ে এই পুজো এবার বেশ সাড়া ফেলে দিয়েছে জেলায়।