Child In Forest: জঙ্গলে পাথর চাপা দেওয়া শিশু, প্রবল কান্না, গায়ে উঠেছে পিঁপড়ে! চাকরি বাঁচাতে...কেন সদ‍্যজাতকে ফেলে এল পাষণ্ড শিক্ষক বাবা, মা?

Last Updated:

Child In Forest: মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় মাত্র তিনদিনের শিশুকে মর্মান্তিকভাবে একটি পাথরের নীচে আটকে রেখে যায় বাবা-মা।

জঙ্গলে পাথর চাপা দেওয়া শিশু, প্রবল কান্না, গায়ে উঠেছে পিঁপড়ে! চাকরি বাঁচাতে...কেন সদ‍্যজাতকে ফেলে এল পাষণ্ড শিক্ষক বাবা, মা?
জঙ্গলে পাথর চাপা দেওয়া শিশু, প্রবল কান্না, গায়ে উঠেছে পিঁপড়ে! চাকরি বাঁচাতে...কেন সদ‍্যজাতকে ফেলে এল পাষণ্ড শিক্ষক বাবা, মা?
মধ‍্যপ্রদেশ: জঙ্গল থেকে ভেসে আসছে শিশুর কান্না। খোলা আকাশের নীচে মাটিতে শুয়ে ফুটফুটে শিশু সন্তান, বুকের ওপরে চাপা দেওয়া পাথর। বয়স তিনদিন। সদ‍্যজাতের গায়ে উঠেছে পিঁপড়ে। কোনও সিনেমার গল্প নয়, এ ঘটনা বাস্তবেই ঘটেছে। শিউরে ওঠা এই ঘটনা ঘটেছে মধ‍্যপ্রদেশে।
মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় মাত্র তিনদিনের শিশুকে মর্মান্তিকভাবে একটি পাথরের নীচে আটকে রেখে যায় বাবা-মা। সূত্রের খবর, অভিযুক্ত পাষণ্ড পিতা পেশায় স্কুল শিক্ষক। বাবার নাম বাবলু দান্ডোলিয়া। মা রাজকুমারী দান্ডোলিয়া।
সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জঙ্গলের মধ‍্যে পাথর চাপা অবস্থাতেই পোকামাকড়ের কামড় এবং প্রায় শ্বাসরোধ অবস্থা সহ‍্য করেও বেঁচেছিল শিশুটি। রাতে গ্রামবাসীরা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। নন্দনওয়াদি বনের মধ‍্যে ভোর নাগাদ খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় শিশুটিকে।
advertisement
advertisement
পাথর সরিয়ে রক্তাক্ত শিশুকে উদ্ধার করেছে গ্রামবাসীরা। দুধের শিশুকে কেন এভাবে পরিত‍্যাগ করার সিদ্ধান্ত নিলেন শিক্ষক বাবা এবং মা? জানা গিয়েছে, সদ‍্যজাত সন্তানটি ওই দম্পতির চতুর্থ সন্তান। সরকারী নিয়মের অধীনে তার চাকরি হারানোর ভয় রয়েছে, দুই সন্তানের বেশি সন্তান থাকলে। দম্পতি গর্ভাবস্থাকে গোপন রেখেছিলেন, কারণ তাদের ইতিমধ্যে তিনটি সন্তান ছিল।
advertisement
২৩ সেপ্টেম্বর রাজকুমারী বাড়িতে সন্তানের জন্ম দেন। কয়েক ঘণ্টার মধ্যে, শিশুকে বনে নিয়ে গিয়ে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়। ছিন্দওয়ারা জেলা হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন যে, শিশুটির পিঁপড়ার কামড় এবং হাইপোথারমিয়ার লক্ষণ ছিল।
advertisement
গ্রামবাসীরা জানিয়েছেন, ‘‘আমরা ভেবেছিলাম কোনও প্রাণীর ডাক।’’ উদ্ধারকারীরা জানিয়েছেন, ‘‘কিন্তু যখন আমরা কাছে গেলাম। আমরা দেখলাম ছোট হাতগুলি একটি পাথরের নিচে যুদ্ধ করছে। কোনও বাবা-মা এটা করা উচিত নয়।
পুলিশ বাবা মায়ের বিরুদ্ধে শিশু পরিত্যাগের মামলা দায়ের করেছে। পুলিশ কর্তা জানিয়েছেন, “আমরা সিনিয়র অফিসারদের সঙ্গে পরামর্শ করছি। আইনি পর্যালোচনার পরে ১০৯ BNS (হত্যার চেষ্টা)-সহ আরও ধারা যোগ করা হতে পারে।”
advertisement
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) এর তথ্য অনুসারে, মধ্যপ্রদেশ পরিত্যক্ত নবজাতকদের সংখ্যা সর্বাধিক। দারিদ্র্য, সামাজিক কলঙ্ক এবং প্রতিক্রিয়াশীল চাকরির সঙ্গে সম্পর্কিত ভয়, কারণেই সে রাজ‍্যে বারবার ঘটছে এই ঘটনা। তবে এই ঘটনায় অভিযুক্ত পরিবার শিক্ষিত হওয়ায় বিশেষজ্ঞরাও হতবাক।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Child In Forest: জঙ্গলে পাথর চাপা দেওয়া শিশু, প্রবল কান্না, গায়ে উঠেছে পিঁপড়ে! চাকরি বাঁচাতে...কেন সদ‍্যজাতকে ফেলে এল পাষণ্ড শিক্ষক বাবা, মা?
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement