আরও পড়ুনঃ ভারতে স্পাই হওয়ার যোগ্যতা কী? কত ধাপ পরীক্ষা দিতে হয়? চমকে যাবেন নিয়ম শুনলে!
বাসটি মারুতি ভ্যানকে ঠেলে নিয়ে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে পিশে দেয়। স্বাভাবিকভাবেই সাতসকালে এমন ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এই ঘটনায় মারুতি ভ্যানে থাকার পাঁচজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তবে, সূত্রের খবর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে যদিও গোটা ঘটনায় প্রশাসন সমস্ত রকম সহযোগিতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
advertisement
আরও পড়ুনঃ ২৬-এ শেষ সব! রিঙ্কু-পুত্রের ছেলের মৃত্যুর কারণ হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস! কী এই অসুখ?
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক কোনটাই বাদ যাচ্ছে না ইদানিং। আর তার প্রধান কারণ বেপরোয়া গতিতে গাড়ি চালান। কখনও চালকদের ট্রাফিক আইন ভঙ্গ করা কিংবা কখনও পথচারীদের অসতর্কভাবে চলাচল এই সমস্ত কারণেই দিনের পর দিন ঘটছে ভয়াবহ পথ দুর্ঘটনা। আর এরকম একটা ঘটনায় প্রাণ চলে গেল নদিয়ার করিমপুরে তরতাজা পাঁচটি প্রাণ। প্রশাসনের একাধিক সচেতন মূলক কর্মসূচি করা সত্ত্বেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের একাংশের।
Mainak Debnath






