রাধাঅষ্টমী উপলক্ষে খড়গপুর থেকে নদিয়ার মায়াপুর ইসকনে ঘুরতে এসে জলে তলিয়ে গেল এক কিশোর। জানা যায় ওই যুবকের নাম রোহিত শর্মা। বয়স আনুমানিক ১৭ বছর।
সূত্রের খবর, তিন বন্ধু এদিন সকালে মায়াপুর ইসকনে ঘুরতে আসে। এদিন সকালে তিন বন্ধু মিলে স্নান করতে নামে নবদ্বীপের ভাগীরথী নদীর মহাতীর্থ শচীমাতা ঘাটে। সাঁতার না জানার কারণে এক বন্ধু সেখানেই তলিয়ে যায়। অন্য বন্ধুরা কোন রকমে উঠে আসে ডাঙ্গায়।
advertisement
আরও পড়ুন- ঠাকুর অনুকূল চন্দ্রের বিশাল শ্বেতপাথরের মন্দির কাশীনগরে! ভক্তদের ভিড়! রইল ভিডিও
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। তাঁরা প্রত্যেকে মেদিনীপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
উল্লেখ্য, সারা বছর ধরে অসংখ্য তীর্থযাত্রীরা মন্দির নগরী নবদ্বীপ এবং মায়াপুরে ভ্রমণ করতে আসেন। ভ্রমণে এসে অনেকেই নদীয়া জেলার উপর দিয়ে বয়ে চলা ভাগীরথী নদীতে স্নান করতে নামেন।
আরও পড়ুন- পুজোর আগে কাটোয়ার পাঞ্জাবি বিদেশে, বাড়ছে বিশাল চাহিদা
সাঁতার না জানার কারণে নদীর জলে তলিয়ে যাওয়ার মতো ঘটনা এর আগেও উঠে এসেছে খবরের শিরোনামে। প্রশাসন থেকে একাধিকবার সচেতন করা হলেও এখনও সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু মানুষের মধ্যে।
Mainak Debnath