Durga Puja Fashion: পুজোর আগে কাটোয়ার পাঞ্জাবি বিদেশে, বাড়ছে বিশাল চাহিদা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Durga Puja Fashion: একসময় যে ছেলেটাকে প্রায় সকলে এই কাজ করার জন্য মজা করেছিল । আজ তার তৈরি পাঞ্জাবি দেশ ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে বিদেশে।
পূর্ব বর্ধমান: পুজোর আগে দারুণ দারুণ পাঞ্জাবির কালেকশন নিয়ে এসেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার সুমন মদক। সুমনের পাঞ্জাবির কালেকশন দেখলে আপনারও ভাল লাগবে। তবে হঠাৎ করে পূর্ব বর্ধমান জেলার সুমন মদকের কথা বলছি তার কিছু কারণ রয়েছে। এই ছেলেটার ছোট থেকেই ইচ্ছা ছিল বড় হলে সে আর্ট কলেজে পড়াশোনা করবে। তবে উচ্চ মাধ্যমিক পাশের পর সুমনের আর্ট কলেজে পড়ার ইচ্ছে আর পূরণ হয়না । বাড়ির আর্থিক অবস্থা খারাপ ছিল, তাই পূর্ব বর্ধমানের কাটোয়া কলেজ থেকেই পাশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। কিন্তু সুমন আঁকতে না পারলেও, ছোটখাটো ডিজাইন সে করতে পারত। সেইমত কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় থেকেই সে চাদর, টেবিল ক্লথ এইসবের উপর ডিজাইন করতে শুরু করে। তারপর হঠাৎই একদিন সুমন পাঞ্জাবির উপর ডিজাইন করে, ফেসবুকে পোস্ট করে । আর ফেসবুকে পোস্ট করার পর থেকেই বাড়তে থাকে সুমনের হাতে ডিজাইন করা পাঞ্জাবির চাহিদা।
এই প্রসঙ্গে সুমন জানায়, প্রথম আমি চাদর কিংবা টেবিল ক্লথ এইসবের উপরে ডিজাইন করতাম । তারপরও হঠাৎ করে একটা পাঞ্জাবিতে আমি প্রথম স্টার্ট করি । সেটা করার পরে আমি ফেসবুকে অ্যাড দিই। তখন দেখি অনেক মানুষ রেস্পন্স করছে। তখন থেকেই আমি ফার্স্ট ইয়ারে পড়ার সময় থেকেই বাড়িতে বসেই পাঞ্জাবির উপর টুকটাক কাজগুলো করছিলাম। সকলের কাছে খুব ভালবাসা পেয়েছি, এবং সকলেই ডিজাইনগুলোকে খুব বেশি পছন্দ করেছে । তারপর দেখলাম যে একটা রিটেলার স্টোরের খুবই দরকার। সেই কারণে আমি অক্ষয় তৃতীয়ার দিনে আমার এই শপ ওপেন করেছি।
advertisement
ধীরে ধীরে পাঞ্জাবির চাহিদা বাড়তে থাকার কারণে বর্তমানে সুমন একটা দোকানও খুলেছে। তবে দোকানে যা পাঞ্জাবি রয়েছে সবই সুমনের নিজস্ব ডিজাইন করা এবং পাঞ্জাবির কাটিংও সুমন নিজেই করে। সেইমত এখন পুজোর আগে চোখধাঁধানো কালেকশন তৈরিতে ব্যস্ত সুমন। তবে কাটোয়ার সুমনের পাঞ্জাবি শুধুমাত্র আমাদের জেলার মধ্যে সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়। ইতিমধ্যেই পুজোর আগে, সুমনের পুজো স্পেশ্যাল পাঞ্জাবি পৌঁছে গিয়েছে আমেরিকাতেও । তবে শুধু আমেরিকা নয় বাংলাদেশেও গিয়েছে সুমনের তৈরি পাঞ্জাবি। বিদেশ বাদে আমাদের দেশের দার্জিলিং, আসাম , শিলিগুড়ি ,ব্যাঙ্গালোর ,সুন্দরবন এমনকি ঝাড়খণ্ডেও এখন পাড়ি দিচ্ছে সুমনের নিজের তৈরি পাঞ্জাবী।
advertisement
advertisement
আরও পড়ুন-‘ভয়ঙ্কর মানুষ! ওর জেলে যাওয়া উচিত’, এই বিশেষ কারণেই রাজকে ডিভোর্স দিলেন পরী, ফাঁস হল কারণ
আরও পড়ুন-বিছানায় শয্যাশায়ী জিনাত আমন! ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত, এখন কেমন আছেন অভিনেত্রী?
সুমন আরও জানায়, আমার তৈরি পাঞ্জাবি দার্জিলিং, আসাম, শিলিগুড়ি ,ব্যাঙ্গালোর ,সুন্দরবন ,ঝাড়খন্ড, বাংলাদেশ, আমেরিকা পর্যন্ত গিয়েছে। সত্যি কথা বলতে এই কাজটার উপর আমার ভালবাসা আরও বেড়ে যাচ্ছে । কারন আমি নিজেকে অতটাও বেশি বড় ভাবি না যে একজন মানুষ দূর থেকে আমাকে বিশ্বাস করে পাঞ্জাবি কিনছে। সত্যি বলতে যারা আমার কাছে পাঞ্জাবি নিয়েছে, তাদের দেওয়া রিভিউর জন্যই মানুষ বেশি পছন্দ করছে। এবং দূর দূর থেকেও আমার পাঞ্জাবি কিনছে ।
advertisement
তবে এই পাঞ্জাবি দেশ ছাড়িয়ে বিদেশে যেমন গিয়েছে। সেইরকম এরই মধ্যে বাংলা সিরিয়ালের বেশ কিছু অভিনেতাও সুমনের তৈরি পাঞ্জাবি পছন্দ করেছেন এবং কিনেওছেন । একবার ভেবে দেখুন, একসময় যে ছেলেটাকে প্রায় সকলে এই কাজ করার জন্য খিল্লি মজা করেছিল । আজ তার তৈরি পাঞ্জাবি দেশ ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে বিদেশে। সুমন জানিয়েছে আগামী দিনে সে এই পাঞ্জাবি ডিজাইন এবং পাঞ্জাবি নিয়েই এগিয়ে যেতে চাই । পুজোর আগে চাইলে যে কেউ সুমনের কাছে নিজের পছন্দ মত পাঞ্জাবি বানাতে দিতে পারেন । আবার পাঞ্জাবি নিয়ে কেউ ব্যবসা করতে চাইলে সেটাও করতে পারেন। তবে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে 6295 030 384 এই নম্বরে। দেশের যে কোনও প্রান্ত থেকে অর্ডার এলে সুমন তার তৈরি পাঞ্জাবি পৌঁছে দিতে প্রস্তুত বলে জানিয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2023 8:39 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Durga Puja Fashion: পুজোর আগে কাটোয়ার পাঞ্জাবি বিদেশে, বাড়ছে বিশাল চাহিদা