Anukul Chandra Thakur: ঠাকুর অনুকূল চন্দ্রের বিশাল শ্বেতপাথরের মন্দির কাশীনগরে! ভক্তদের ভিড়! রইল বিশেষ ভিডিও

Last Updated:

Anukul Chandra Thakur: ঠাকুর অনুকূল চন্দ্রের বিশাল মন্দির! বহু ভক্তের ভিড়!

+
title=

রায়দিঘি: অনূকুল ঠাকুরের জন্মতিথিতে ঘুরে আসুন কাশীনগরের পূণ্যভূমি। এই পূণ্যভূমিতে গড়ে উঠেছে শ্বেতশুভ্র শ্বেতপাথরের অপরূপ মন্দির। সাম্প্রতিক সময়ে নির্মিত এই মন্দিরটি পর্যটকদের কাছে। কথিত আছে এখানেই ভাব সমাধিতে সমাধিস্থ হয়েছিলেন শ্রী শ্রী অনুকূল ঠাকুর। তিনি একসময় এই এলাকায় এসেছিলেন। তখন তাঁকে ঘিরেছিল তাঁর ভক্তরা। যে  জায়গায় তিনি অবস্থান করছিলেন সেখানেই গড়ে উঠেছে তাঁর ভাব সমাধির স্থান।
তারপাশেই নির্মিত হয়েছে বিশাল মন্দির। এই মন্দিরটিই এখন পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বছরের একটি নির্দিষ্ট দিনে লক্ষ লক্ষ পূণ্যার্থী এখানে আসেন। দুর দুরান্ত থেকে পর্যটকরা আসছেন এখানে। আপনি চাইলেই আসতে পারেন এই মন্দিরে। তবে এখানে ছবি তোলার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে।এই মন্দিরটি আদিগঙ্গার পাড়ে অবস্থিত।
advertisement
advertisement
এই আদিগঙ্গার পাড়ে শুধুমাত্র অনুকূল ঠাকুর নয়, এসেছিলেন আরও অনেক মুনি, ঋষি। সে কারণে এই স্থান পবিত্র একটি স্থান। আপনি চাইলে একদিনের জন্য আসতেই পারেন এই স্থানে‌। শনিবার তাঁর জন্মতিথিতে তাঁর ভাবসমাধি দেখতে অনেক পূণ্যার্থী আসেন সেখানে। মন্দির কমিটির সদস্যরা সে দিকটি মাথায় রেখে সবরকম ব্যবস্থা করে রেখেছিলেন। আপনি চাইলেই ঘুরে আসতেই পারেন এই পূণ্যভূমি থেকে।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anukul Chandra Thakur: ঠাকুর অনুকূল চন্দ্রের বিশাল শ্বেতপাথরের মন্দির কাশীনগরে! ভক্তদের ভিড়! রইল বিশেষ ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement