How To Get Rid Of Ants: ঘরে লাল পিঁপড়ের উৎপাত! এক রাতেই পালাবে পিঁপড়ে! জানুন বিশেষজ্ঞের মত

Last Updated:
How To Get Rid Of Ants: ঘরোয়া উপায়েই রাতারাতি বাড়ি থেকে পালাবে লাল পিঁপড়ে! জানুন সঠিক পরামর্শ
1/5
ঘরে পিঁপড়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠছেন? বারান্দার রেলিং, রান্নাঘর থেকে শুরু করে বিছানাতেও পিঁপড়ের আনাগোনা আপনার বাড়িতে? অনেকে বহু কীটনাশক ব্যবহার করেও পিঁপড়েরর হাত থেকে নিস্তার পান না । তাহলে জানুন (লেখা: পিয়া গুপ্তা)
ঘরে পিঁপড়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠছেন? বারান্দার রেলিং, রান্নাঘর থেকে শুরু করে বিছানাতেও পিঁপড়ের আনাগোনা আপনার বাড়িতে? অনেকে বহু কীটনাশক ব্যবহার করেও পিঁপড়েরর হাত থেকে নিস্তার পান না । তাহলে জানুন (লেখা: পিয়া গুপ্তা)
advertisement
2/5
কিছু ঘরোয়া উপায়ে পিঁপড়ে বাড়ি থেকে তাড়ানো উপায় জানালেন স্বাস্থ্য কর্মী সুনন্দা রায়। তিনি জানান পিঁপড়ের জ্বালা থেকে মুক্তি পেতে বরিক পাউডার খুব কাজের।(লেখা: পিয়া গুপ্তা)
কিছু ঘরোয়া উপায়ে পিঁপড়ে বাড়ি থেকে তাড়ানো উপায় জানালেন স্বাস্থ্য কর্মী সুনন্দা রায়। তিনি জানান পিঁপড়ের জ্বালা থেকে মুক্তি পেতে বরিক পাউডার খুব কাজের।(লেখা: পিয়া গুপ্তা)
advertisement
3/5
বরিক অ্যাসিডের সঙ্গে কিছু চিনি মিশিয়ে সেটা কোনও কিছুর মধ্যে ঢেলে রাখলে পিঁপড়েরা সেই অ্যাসিড মিশ্রিত চিনি খেলে নিমিষেই মারা যাবে।(লেখা: পিয়া গুপ্তা)
বরিক অ্যাসিডের সঙ্গে কিছু চিনি মিশিয়ে সেটা কোনও কিছুর মধ্যে ঢেলে রাখলে পিঁপড়েরা সেই অ্যাসিড মিশ্রিত চিনি খেলে নিমিষেই মারা যাবে।(লেখা: পিয়া গুপ্তা)
advertisement
4/5
সুনন্দা রায় আরও জানান পিঁপড়ে তাড়াতে বাসন ধোয়া সাবান এবং জলও খুব কাজের।​ যখনই আপনি পিঁপড়ের ঝাঁক দেখতে পাবেন বা ঘরের কোণে বা দেয়ালে দেখেন, তখনই বাসন ধোয়ার জল সেখানে স্প্রে করে দিন। সঙ্গে সঙ্গে চলে যাবে! (লেখা: পিয়া গুপ্তা)
সুনন্দা রায় আরও জানান পিঁপড়ে তাড়াতে বাসন ধোয়া সাবান এবং জলও খুব কাজের।​ যখনই আপনি পিঁপড়ের ঝাঁক দেখতে পাবেন বা ঘরের কোণে বা দেয়ালে দেখেন, তখনই বাসন ধোয়ার জল সেখানে স্প্রে করে দিন। সঙ্গে সঙ্গে চলে যাবে! (লেখা: পিয়া গুপ্তা)
advertisement
5/5
পিঁপড়েদের তাড়াতে ভিনিগার ও খুব ভাল। ভিনিগারের স্প্রে করলে দ্রুত পালিয়ে যায় পিঁপড়েরা।এছাড়াও ভিনিগার না থাকলে মরিচ, দারুচিনি ও লেবুর খোসা এগুলিএক কাপ জলে ফুটিয়ে স্প্রে করলেও পিঁপড়েদের থেকে রেহাই পাওয়া সম্ভব। (লেখা: পিয়া গুপ্তা)
পিঁপড়েদের তাড়াতে ভিনিগার ও খুব ভাল। ভিনিগারের স্প্রে করলে দ্রুত পালিয়ে যায় পিঁপড়েরা।এছাড়াও ভিনিগার না থাকলে মরিচ, দারুচিনি ও লেবুর খোসা এগুলিএক কাপ জলে ফুটিয়ে স্প্রে করলেও পিঁপড়েদের থেকে রেহাই পাওয়া সম্ভব। (লেখা: পিয়া গুপ্তা)
advertisement
advertisement
advertisement