তবে শুধু শীতলতা নয়, বাংলার ঐতিহ্য হাতপাখায় সেজে উঠছে ঘরে থেকে রেস্তরাঁয় আবার পুজো প্যান্ডেল। চাহিদা বাড়ায় পাখা তৈরিতে ব্যস্ত নিমপীঠের বুড়োর ঘাট এলাকার শতাধিক নারী-পুরুষ। গ্রামটি ‘পাখা গ্রাম’ নামে পরিচিতি পেয়েছে।
আরও পড়ুন: পুজোর আগে খাদির পোশাক তৈরি করে চমক! স্বর্নিভর হচ্ছেন মহিলারা
আরও পড়ুন: তারাপীঠের আদলে মায়ের মন্দির এবার হুগলিতে! সঙ্গে থাকবে নানা চমক
advertisement
পাখার কারিগররা বলেছেন, “গ্রীষ্মকালে বিশেষ করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আশ্বিন, কার্তিক ও চৈত্র-সহ কয়েকটি মাসে প্রচন্ড তাপ প্রবাহ এবং ভ্যাপসা গরম পড়ে। এসময় তাল পাতা দিয়ে তৈরি হাত পাখার চাহিদা বহুগুণ বেড়ে যায়। তবে সেসব এখন অতীত আগের মত আর সেভাবে তৈরি করতে পারি না এই পাখা। কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্ডার পাওয়ায় আমরাও নতুনভাবে আবার পাখা তৈরি কাজ শুরু করেছি।”
সুমন সাহা