মিষ্টি জলের পুকুর নষ্ট হয়েছে। ফলে গ্রামে দেখা দিয়েছে তীব্র জলসংকট। এমতাবস্থায় পঞ্চায়েতে বারবার এই সমস্যার কথা জানানো হলেও সমস্যার সমাধান করা হয়নি বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন এই সমস্যার সমাধান না হওয়ায় এবার পঞ্চায়েত নির্বাচন বয়কট করার হুঁশিয়ারিও দিয়েছে তারা। এ নিয়ে স্থানীয় গ্রামবাসী শম্ভু দাস জানান নোনাজলে কোনোরকমে স্নান করা গেলেও গৃহস্থালির কোনো কাজ করা যাচ্ছেনা। জল আনতে যেতে হচ্ছে পাশের গ্রামে। সেখানে অনেক সমস্যা দেখা দিচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ বিয়ে হচ্ছিল এক নাবালিকার, রুখতে গিয়ে আক্রান্ত হল পুলিশ!
বারবার প্রশাসনের কর্তাব্যাক্তিদের কাছে দারস্থ হয়েও সমস্যার সমাধান না হওয়ায় তারা পঞ্চায়েত নির্বাচন বয়কটের করার কথা ভাবছেন বলে তিনি জানিয়েছেন। এই সমস্যার কথা নামখানার ব্লক প্রশাসনকে জানানো হলে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। যদিও গ্রামবাসীরা বর্তমানে এলাকায় বিকল্প পানীয় জলের বন্দোবস্ত করার দাবি তুলেছেন। তারা এখন তাকিয়ে আছেন কবে এই সমস্যার সমাধান হয় সেদিকেই।
Nawab Mallick