আরও পড়ুন Murshidabad News: ভয়ঙ্কর কাণ্ড! ভোর রাতে বাড়ির মধ্যে ঢুকে গেল বালি বোঝাই ১০ চাকার ডাম্পার
চিকিৎসকদের অনুমান তিনি কীটনাশক খেয়েছিলেন।পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতেই তিনি গরবেতা থেকে দক্ষিণ বারাসতের বাড়িতে ফেরেন। বেশ কিছুদিন যাবত তাকে মন মরা লাগছিল।কাজে ছুটি পেতেন না, তিন ছেলে মেয়েকে সময় দিতে পারতেন না, তিন-চার সপ্তাহ পর পর বাড়ি আসতেন।এই নিয়ে একটা মানসিক অবসাদে ভুগছিলেন।
advertisement
আরও পড়ুন মাস্টারের গ্লাস ছোঁওয়ার কারণে মার খেয়ে মৃত্যু দলিত ছাত্রের
পাশাপাশি পলাশ মণ্ডলের একমাত্র বোন রূপালি নস্কর জানান যে আমার ভাই খুব ভাল মানুষ ছিল ও কোনদিনই এভাবে আত্মহত্যা আমি কোন মতেই মেনে নিতে পারছি না৷ আইনের সাহায্য নিয়ে আমার ভাইয়ের মৃত্যুর সঠিক তদন্ত করার জন্য আমি যতদূর যেতে হয় যাব৷ দরকার হলে আমি গড়বেতাতে গিয়েও ওখানকার অফিসারদের সঙ্গে কথাও বলব। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। সোমবার ময়নাতদন্তে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়৷ কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সুমন সাহা