মাস্টারের গ্লাস ছোঁওয়ার কারণে মার খেয়ে মৃত্যু দলিত ছাত্রের

Last Updated:

স্বাধীনতার ৭৫ বছর পালিত হচ্ছে দেশ জুড়ে৷ এখনও বহাল তবিয়াতে রয়েছে জাত নিয়ে লড়াই৷ যার শিকার ৯ বছরের দলিত ছাত্র৷

#জয়পুর: পশ্চিম রাজস্থানের জালোর জেলার সায়লা থানা এলাকার সুরানা গ্রামে স্কুল শিক্ষকের মারধরের শিকার ৯বছর বয়সী ইন্দর কুমার মেঘওয়াল৷ শিক্ষকের মারের জেরে মৃত্যু হয় দলিত ছাত্রের৷ রবিবার ছিল তার শেষকৃত্য৷ ৯ বছরের দলিত ছাত্রের শেষকৃত্য ঘিরে যাতে কোনও অশান্তি না ছড়িয়ে পড়ে, তার দিকে ছিল কড়া নজর৷ পুলিশি টহলের মধ্যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এরপর এখন পরিবেশ শান্ত রয়েছে। সতর্কতা হিসেবে সুরানা গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের অভিযুক্ত শিক্ষক চাইল সিংকে আজ, সোমবার, আদালতে পেশ করা হবে। একই সঙ্গে সোমবার সকালে জেলায় ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে।
আজ দেশে জুড়ে পালিত হচ্ছে ৭৫বছরের স্বাধীনতা দিবস৷ কিন্তু সেই সময়ও জাত-পাতের বিভেদ করা হচ্ছে এমনকি উঁচু জাতের শিক্ষকের গ্লাস ছুঁয়ে ফেলার 'পাপে' দলিত ছাত্রকে মারার মতো ঘটনাও ঘটছে৷ যা নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধি৷ এই হৃদয়বিদারক হত্যাকাণ্ডে ট্যুইটে তিনি শোক প্রকাশ করেছেন। রাহুল গান্ধি বলেছেন যে জালোরে একজন নির্দয় শিক্ষকের নির্মমভাবে পিটিয়ে এক নিষ্পাপ দলিত শিশুকে মেরে ফেলার ঘটনা খুবই মর্মান্তিক৷ এই নৃশংস কাজের নিন্দা জানাই। নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা। অভিযুক্তকে কড়া ধারায় গ্রেফতার করা হয়েছে। তার কঠোরতম শাস্তি হওয়া উচিত।
advertisement
এই ঘটনার কড়া নিন্দা করেছে বিজেপি৷ বেসরকারি স্কুলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিজেপি নেতারা৷ অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি করা হয়েছে৷
advertisement
রবিবার দুপুরে ৯ বছরের ইন্দ্রের মরদেহ তার গ্রাম সুরানায় নিয়ে এলে পরিস্থিতি আরও খারাপ হয়। পরিবারের সদস্য এবং গ্রামবাসী তাদের দাবির কারণে দেহ দাহ করতে অস্বীকার করে। পুলিশ-প্রশাসনের সঙ্গে আলোচনাও কাটেনি জট। পরে গ্রামে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ কারণে সেখানে উত্তেজনার ছড়িয়ে পড়ে।
advertisement
পরিস্থিতির অবনতি দেখে অতিরিক্ত পুলিশ মোতায়ন হয় এলাকায়৷ এরপর পুলিশ অনেককে আটক করে। এই নিয়ে কথা বলতে আজ এসি কমিশনের চেয়ারম্যান খিলাড়ি বৈরওয়া পৌঁছবেন গ্রামে। নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। পুলিশ প্রশাসন গ্রামের পরিস্থিতির ওপর নজর রাখছে। আপাতত শান্ত রয়েছে ইন্দ্রর গ্রাম।
আরও পড়ুন Independence Day : জাতীয় পতাকার প্রথম রূপকার হেমচন্দ্র কানুনগো আজও ইতিহাসে উপেক্ষিত
২০জুলাই, ইন্দ্র কুমার মেঘওয়ালকে সুরানা গ্রামের একটি বেসরকারি স্কুলে শিক্ষক খাইল সিং নির্মমভাবে মারধর করেন। এরপর ইন্দ্রের স্বাস্থ্যের অবনতি হয়। প্রায় ২৫ দিন চিকিৎসার পর শনিবার আহমেদাবাদে মারা যায় সে। ইন্দ্রের পরিবারের অভিযোগ, স্কুলে জলের পাত্র রাখার পর ক্ষুব্ধ শিক্ষক ছাইল সিং ইন্দ্রকে বেধড়ক মারধর করেন। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাস্টারের গ্লাস ছোঁওয়ার কারণে মার খেয়ে মৃত্যু দলিত ছাত্রের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement