গোপন সূত্রে পুলিশ খবর পায়, আন্তরজ্য মাদক পাচারকারীরা, বিহার থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের দিকে যাচ্ছে। এরপরই ১১৭ নম্বর জাতীয় সড়কে তল্লাশি অভিযান শুরু হয়। সেই সময় বিষ্ণুপুরের ধানকল এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২৫ কেজি। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। ঘটনাস্থল থেকেই গাঁজা পাচারের কাজে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজন গাড়িচালক ও দু'জন মিডলম্যান।
advertisement
আরও পড়ুন: স্নান করানোর নাম করে নিয়ে গিয়ে সাড়ে ছয় বছরের শিশুর উপর যৌন নির্যাতন! গ্রেফতার প্রতিবেশী
সুত্রের খবর, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে ধৃত তিনজনের যোগ আছে। ধৃতদের মধ্যে মুস্তাকিন হালদার ও জুমাদ মোল্লার বাড়ি মগরাহাটে। তারা জেরায় জানায় মগরাহাটের বাবুর আলির কাছে এই গাঁজা নিয়ে যাচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অর্পণ মণ্ডল