South 24 Parganas News: স্নান করানোর নাম করে নিয়ে গিয়ে সাড়ে ছয় বছরের শিশুর উপর যৌন নির্যাতন! গ্রেফতার প্রতিবেশী
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার দুপুরে ওই শিশুটিকে বাড়ির পুকুরঘাটে স্নান করেতে নিয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এর কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে পায় পরিবারে সদস্যরা। তাকে জিজ্ঞাসা করেলে প্রতিবেশী হাফিজুরের নাম করে।
দক্ষিণ ২৪ পরগনা: স্নান করতে যাওয়ার সময় সাড়ে ছয় বছরের কিশোরীকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন! এই পাশবিক ঘটনা ঘটানোর অভিযোগে গ্রেফতার হল প্রতিবেশী। বৃহস্পতিবার দুপুরে বারুইপুরে ঘটনাটি ঘটে।
যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুটির পরিবারের অভিযোগ, হাফিজুর মোল্লা নামে এক প্রতিবেশী বৃহস্পতিবার দুপুরে ওই শিশুটিকে বাড়ির পুকুরঘাটে স্নান করেতে নিয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এর কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে পায় পরিবারে সদস্যরা। তাকে জিজ্ঞাসা করেলে প্রতিবেশী হাফিজুরের নাম করে। এরপর তার কথা থেকে যৌন নির্যাতনের বিষয়টি পরিষ্কার হয় পরিবারের কাছে। তারপর বারইপুর থানায় গিয়ে ওই প্রতিবেশীর নামে অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার।
advertisement
আরও পড়ুন: হোস্টেল সমস্যায় চরম বিপাকে দৃষ্টিহীন সুনীতা
advertisement
এই ঘটনায় পুলিশ অভিযুক্ত হাফিজুর মোল্লাকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করে। তাকে শুক্রবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। নিয়ম মেনে সাড়ে ছয় বছরের ওই শিশুকন্যার শারীরিক পরীক্ষা করা হয়।
অর্পণ মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 12:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: স্নান করানোর নাম করে নিয়ে গিয়ে সাড়ে ছয় বছরের শিশুর উপর যৌন নির্যাতন! গ্রেফতার প্রতিবেশী