স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় নদীর চড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে তারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদফতরকে ও পুলিশ প্রশাসনকে। এই ঘটনার খবর পেয়ে এলাকায় এসে পৌঁছায় বন বিভাগের কর্মীরা। ইতিমধ্যেই বন কর্মীরা বাঘের পায়ের ছাপ অনুসরণ করে বোঝার চেষ্টা করছে বাঘটি পুনরায় জঙ্গলে চলে গিয়েছে নাকি লোকালয়ের মধ্যে রয়েছে। গ্রামবাসীরা লাঠি হাতে গ্রাম পাহারা দিচ্ছে। বন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই জঙ্গল লাগলো এলাকায় জাল লাগিয়ে এলাকাটি সুরক্ষিত করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে।
advertisement
আরও পড়ুন- আত্মঘাতী প্রেমিকা! হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার ‘পুষ্পা’-খ্যাত অভিনেতা, কে তিনি?
আরও পড়ুন- দুঃসংবাদ! ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকস্তব্ধ বিনোদন জগত
স্থানীয় এক বাসিন্দা মঙ্গল সামন্ত তিনি বলেন, শীতের মরশুমে সাধারণত জঙ্গল থেকে লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে বাঘ। ভুবনেশ্বরী নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে আমরা বাঘ খুঁজতে জঙ্গলে যাচ্ছি। বন কর্মীরাও আমাদের সঙ্গে রয়েছে। জাল পাতার পাশাপাশি খাঁচা পাতারও কাজ চালানো হবে। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বনদফতরে মুখ্য আধিকারিক (ডি এফ ও )মিলন মন্ডল জানান, লোকালে বাঘ ঢোকার খবর পেয়ে ইতিমধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং বাঘের পায়ের ছাপটি অনুসরণ করে বোঝার চেষ্টা করছে বাঘটি লোকালয়ে রয়েছে নাকি জঙ্গলের মধ্যে পুনরায় ঢুকে গিয়েছে।
জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। প্রয়োজনে ওই জঙ্গলে পাতা হবে খাঁচা। সাধারণত শীতের মরশুমে সুন্দরবনের বিভিন্ন নদী কিংবা খালগুলিতে জল কম থাকার কারণে জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ের মধ্যে বাঘ ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। গ্রামবাসীদের ভয়ের কোনও কারণ নেই, বনদফতরের কর্মীরা ওই এলাকায় বাঘ খোঁজার কাজ চালাচ্ছে।
সুমন সাহা