TRENDING:

Bangla News: ডিজিটাল ব্যবস্থা কেড়ে নিয়েছিল প্রবীণের মুখের গ্রাস! ৬২ বছরে পেলেন রেশন কার্ড!

Last Updated:

ডিজিটাল ব্যবস্থা কেড়ে নিয়েছে ৬২ বছরের প্রবীণ এক নাগরিকের রেশন ব্যবস্থা। তবে তিনিশেষ বয়সে এসে রেশন কার্ড পেয়ে খুশি প্রবীণ নাগরিক তফুরান মোল্লা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ডিজিটাল ব্যবস্থা কেড়ে নিয়েছে ৬২ বছরের প্রবীণ এক নাগরিকের রেশন ব্যবস্থা। তবে, শেষ বয়সে এসে রেশন কার্ড পেয়ে খুশি প্রবীণ নাগরিক তফুরান মোল্লা। জয়নগর মজিলপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা তফুরান মোল্লা। বয়স ৬২ বছর। স্বামী ও ছেলে তাঁকে দেখে না, এক টুকরো জায়গার ওপর প্লাস্টিক ঘিরে বসবাস করেন তিনি। তাঁর অভিযোগ পুরানো রেশন কার্ড থেকে যখন ডিজিটাল কার্ড তৈরি প্রক্রিয়া চলছিল সেই সময় তাঁর নাম বাদ পড়ে যায়।
advertisement

আরও পড়ুনঃ সকাল সকাল বিশাল ম‍্যাজিক! ৭ দিনেই ৫কেজি মেদ ঝরবে! রাতারাতি কমবে ওজন, পেটে গেলেই কাজ শুরু!

তাঁর বয়সী নাগরিকরা যখন খাদ্য সুরক্ষা যোজনার কার্ডে সমস্ত রকম সুযোগ-সুবিধা পাচ্ছিলেন। ঠিক তখনই তিনি ওই কার্ড হাতে না পাওয়ায় সমস্ত রকম সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। এরপর তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর থেকে আরম্ভ করে পৌরপ্রধানের কাছে একাধিকবার গিয়েও কোন সুরাহা হয়নি তাঁর। কীভাবে সংসার চালাবে তা নিয়েও তিনি বারে বারে চিন্তিত হয়ে পড়ছিলেন। সেভাবে তাঁর আর্থিক সচ্ছলতা ও ছিল না যদি কোনোভাবেই এই রেশনের সামগ্রী টা পেত তাহলে হয়তো কোনওভাবে তাঁর দুবেলা দু’মুঠো খাওয়ার অন্ন জুটে যেত। যদিও কোনভাবেই চলতো তাঁর সংসার।

advertisement

View More

২০২২ এ জয়নগর মজিলপুর পৌরসভার পৌর বোর্ড পরিবর্তন হয়, তার সঙ্গে পরিবর্তন হয় সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলার ও। এরপর জয়নগর মজিলপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলার কাছে গত দুমাস আগে ওই মহিলা তাঁর খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ড এখনও পায়নি বলে অভিযোগ করেন। নিজের ওয়ার্ডের প্রবীণ ওই মহিলার কথা গুরুত্ব দিয়ে কাউন্সিলার রেশন কার্ড তৈরির প্রক্রিয়া শুরু করেন এবং মাত্র দু মাসের ব্যবধানে ওই মহিলার নামে খাদ্য সুরক্ষা যোজনার নতুন কার্ড তৈরি করে তুলে দিলেন তার ওয়ার্ডের প্রবীণ মহিলা নাগরিকের হাতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Bangla News: ডিজিটাল ব্যবস্থা কেড়ে নিয়েছিল প্রবীণের মুখের গ্রাস! ৬২ বছরে পেলেন রেশন কার্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল