এর ফলে সুন্দরবনের একাধিক জায়গায় সাধারণ মানুষজনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সম্প্রতি কাকদ্বীপের একটি পোস্ট অফিসের আধার কার্ড তৈরির কেন্দ্রে এমন বিক্ষোভ ঘটায় সেই ছবি সামনে চলে এসেছে। মূলত সাধারণ মানুষজনের দাবি সমস্ত এলাকায় আরও বেশি করে আধার কেন্দ্র খুলতে হবে। তা না হলে সমস্যা আরও বাড়বে দিনের পর দিন।
advertisement
আরও পড়ুনঃ মাথায় বন্ধুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি! গ্রেফতার ৬ দুষ্কৃতী
এ নিয়ে পাথরপ্রতিমার প্রত্যন্ত অঞ্চল রাক্ষসখালির এক বাসিন্দা অঞ্জন মাইতি জানান আধার কার্ড সংশোধন করতে এসে একাধিকবার ফিরে যেতে হয়েছে। ভোর থেকে লাইন দিয়েও মিলছে না পরিষেবা। সমস্ত দিনে আবার ৫০ টির বেশি আধার কার্ড তৈরিও হচ্ছেনা। এভাবে বারবার ফিরে যাওয়ায় অসুবিধায় পড়েছেন তিনি। এ নিয়ে কাকদ্বীপের এক বাসিন্দা কল্পনা বিশ্বাস জানান স্থানীয় হয়েও পোস্ট অফিস থেকে আধার কার্ড তৈরি করতে পারছেননা।
আরও পড়ুনঃ বেহাল অবস্থা মাঝের খেয়ার ঘাটের! অসুবিধায় স্থানীয়রা
কখনও কখনও পোস্ট অফিস থেকে টোকেন দেওয়া হচ্ছে। কিন্তু সেই টোকেন অনুযায়ী কাজও হচ্ছেনা। আধারকার্ড তৈরি তো দূরের কথা টোকেন ও মিলছে না সবসময়। সুন্দরবনের বিভিন্ন এলাকার এই আধারকার্ড তৈরির সমস্যা দিনের পর দিন প্রকট হচ্ছে। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।
Nawab Mallick