এ বছর ডায়মন্ড টকিজ ব্যবসায়ী সমিতির কালীপুজো ২৩’তম বর্ষে পা দিয়েছে। নীল আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। মণ্ডপের বাইরেও বিভিন্ন কাজ করা হয়েছে। শোলা ও থার্মোকলের কারুকার্য করা হয়েছে মণ্ডপ জুড়ে।
আরও পড়ুনঃ ইমেল, হোয়াটসঅ্যাপের যুগে হঠাৎ রানারের দেখা! হচ্ছে টা কী বাগনানে! লেগেছে দারুণ ভিড়
advertisement
শুরুর সময় থেকে এই পুজোয় বিভিন্ন থিমের আয়োজন করা হয়। করা হয় বিভিন্ন সামাজিক কাজকর্ম। এ নিয়ে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রসূন সিংহ জানিয়েছেন, ‘এই পুজোর দিকে তাকিয়ে থাকে সকলেই। এবছর যে থিম করা হয়েছে তা হল অন্ধকার থেকে আলোর দিকে’। পৃথিবীতে যত খারাপ তাকে সরিয়ে ভাল কিছু করার বার্তা দিতে এই থিম ভাবনায় আনা হয়। পুজো উপলক্ষে কয়েকমাস ধরে চলছে কাজকর্ম ও পরিকল্পনা। পুজো চলাকালীন রয়েছে বিভিন্ন সামাজিক কর্মসূচি।
এ নিয়ে পুজো কমিটির এক সদস্য সুজাতা ভান্ডারী জানান, ‘দেখতে দেখতে ২৩ বছর হয়ে গেল। সকলের উদ্যোগে আয়োজিত হওয়া এই পুজো এলাকায় খুশির জোয়ার বয়ে নিয়ে আসে প্রতিবছর। এবছরও তার ব্যতিক্রম হবে না’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামী বছরগুলিতে পুজো আরও জোরদার হবে এটাই চাইছেন সকলেই। সামনে ২৫ বছর পূর্তিও রয়েছে ক্লাবের। আগের থেকে পুজোর জৌলুস অনেক বেড়েছে। বেড়েছে লোকসমাগমও। ফলে খুশি সকলেই। এই পুজো নিয়ে আশাবাদী উদ্যোক্তারাও। আগামী বছরে পুজোর শ্রীবৃদ্ধি কামনা করছেন তাঁরাও।