স্বরবর্ণ পুজো কমিটির ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে পুজো মণ্ডপে কৃষ্ণকালী রূপে শ্যামা মাকে তুলে ধরা হয়েছে। মাটির তৈরি সামগ্রীর পাশাপাশি বিভিন্ন নকশা এঁকে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ।
আরও পড়ুনঃ কালী পুজোতে উত্তরের সঙ্গে দক্ষিণের টক্কর, উপচে পড়া ভিড়
ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামিম আহমেদের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর উদ্বোধন করেছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ও মহকুমা শাসক অঞ্জন ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক পান্নালাল হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
এই নিয়ে পুজো উদ্যোক্তা তথা ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামিম আহমেদ জানান, “এই বছর স্বরবর্ণের পুজো দ্বিতীয় বছরে পড়েছে। মৃৎশিল্পীদের প্রতি সম্মান জানাতে এই থিম বাছা হয়েছে। এই পেশা হারিয়ে যেতে বসেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার কমেছে। ফলে পুরনো পরম্পরাগুলি মানুষজনকে মনে করিয়ে দেওয়ার জন্য মণ্ডপের মধ্যে মাটির কাজের বিভিন্ন জিনিসপত্র তুলে ধরা হয়েছে। মৃৎশিল্পীরা আবার জেগে উঠুক, তাঁরা কাজ পাক।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পুজো নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ তুঙ্গে। ইতিমধ্যে এই পুজো দেখতে ভিড় করছেন অনেকেই। পুজো উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজনও করা হয়েছে।