TRENDING:

South 24 Parganas News: বাঘের হামলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা! ক্ষতিপূরণের খবরে খুশি সুন্দরবন

Last Updated:

এবার থেকে বাঘে আক্রান্তরা পেতে চলেছে ক্ষতিপূরণ। বাঘে আক্রান্ত মৃত পরিবারকে দিতে হবে আর্থিক সাহায্য, এমনই রায় দিয়েছে হাইকোর্ট। যার জেরে খুশি বাঘে আক্রান্ত পরিবারের লোকজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: এবার থেকে বাঘের আক্রমণে আহত হলে পাওয়া যাবে ক্ষতিপূরণ। বাঘে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পরিবারকে দিতে হবে আর্থিক সাহায্য, এমনই রায় দিয়েছে হাইকোর্ট। যার জেরে খুশি দুর্ঘটনার শিকার পরিবারের লোকজন।
advertisement

সুন্দরবনের মানুষের জন্য কলকাতা হাইকোর্টের যুগান্তকারী এই রায় সাড়া ফেলে দিয়েছে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। তাঁদের দাবি, এতদিন বনদফতরের তরফে বলা হত, যদি কোনও ব্যক্তি কোর এরিয়ায় ঢুকে বাঘে আক্রান্ত হন, তাহলে ক্ষতিপূরণ তো পাবেই না, উল্টে আইন ভাঙার জন্য মামলাও হতে পারে।

আরও পড়ুন: ঘাড়ের কুৎসিত কালো দাগ দূর করুন পুজোর আগেই, ঠিক এই ভাবে! এক রাতেই হবে ম্যাজিক!

advertisement

তবে সূত্রের খবর, এবার হাইকোর্টের রায় বলা হয়েছে, কোর বা বাফার যেখানেই কোনও ব্যক্তি বাঘের দ্বারা আক্রান্ত হবেন, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সরকারের সার্কুলারেও কোথাও কোর বা বাফার ভাগ করা নেই বলেই সূত্রের খবর। এই নির্দেশের ফলে সুন্দরবনের বহু পরিবার, যাঁদের পরিজন বাঘের আক্রমণে মার গিয়েছেন, তাঁরা উপকৃত হবেন। বাঘ আক্রমণে বিধবা অসংখ্য মহিলা ক্ষতিপূরণের ৫ লক্ষ টাকা পেলে তাঁদের জীবন অনেকটাই সহজ হবে বলে দাবি তাঁদের।

advertisement

View More

আরও পড়ুন: ৭০-৮০ টাকায় দেদার খাচ্ছেন, জানেন কি বিরিয়ানিতে মেশানো হচ্ছে কাঠ পালিশের রঙ!

এপিডিআর নামের একটি মানবাধিকার সংগঠন গত সাত বছর ধরে, বাঘে আক্রান্ত পরিবারের অধিকার রক্ষার জন্য, লাগাতার আন্দোলন করে চলেছে। তারই অংশ হিসাবে, এপিডিআর-এর দক্ষিণ পরগণা জেলা কমিটি এর আইনজীবী কৌশিক গুপ্ত ও শ্রীময়ী মুখোপাধ্যায় হাইকোর্টে মামলাটি করেছিলেন। পরিবারগুলোকে সংগঠিত করে এপিডিআর-এর তরফে মিঠুন মণ্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এক্ষেত্রে। কিন্তু, এখনও হয়ত অনেকদূর যেতে হবে বলে মনে করছেন এপিডিআর-এর সদস্যেরা। বাঘে আক্রান্ত সবার জন্য ক্ষতিপূরণ আদায় করা বড় কাজ। এমনটাই জানিয়েছেন মামলাকারীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রক্তের নয়, ভালবাসার বন্ধন! মেদিনীপুরের অনাথ আশ্রমে ব্যতিক্রমী ভাইফোঁটার আয়োজন
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাঘের হামলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা! ক্ষতিপূরণের খবরে খুশি সুন্দরবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল