Biryani: ৭০-৮০ টাকায় দেদার খাচ্ছেন, জানেন কি বিরিয়ানিতে মেশানো হচ্ছে কাঠ পালিশের রঙ!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই ৬০, ৭০, ৮০ টাকার এই বিরিয়ানি খেতে গিয়ে নিজের কত বড় ক্ষতি করে ফেলছেন আপনি? মাংসের গুণমান নিয়ে গুঞ্জন তো ছিলই৷ এবার রঙ অর্থাৎ, ফুডকালার নিয়েও হাতেনাতে মিলল প্রমাণ৷ কম দামী বিরিয়ানিকে আকর্ষণীয় করে তুলতে তাতে এমন কিছু রঙ মেশানো হচ্ছে, যা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না৷
খুব বেশিদিন আগের কথা নয়৷ বছর দশেক আগেও বাঙালির কাছে পুজোয় সবচেয়ে পছন্দের ফাস্ট ফুড ছিল এগরোল৷ কিন্তু, বদলটা খুব দ্রুত এসেছে৷ প্রায় হুড়মুডি়য়েই প্রতিটা পাড়ার মোড়ে মোড়ে গজিয়ে গিয়েছে বিশাল বড় লাল কাপড়ে ঢাকা হাঁড়িওয়ালা দোকান৷ সেখান থেকে ভুড় ভুড় করে ভেসে আসা বিরিয়ানির গন্ধ এড়িয়ে অন্য কোথাও খাবেন, এমন কলজের জোর ক’জনেরই বা আছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুধুমাত্র বিরিয়ানিই নয়, কাঠ পালিশ করার রঙ লাগানো হচ্ছে চিকেন তন্দুরির মতো খাবারেও৷ খাবারে সাধারণত যে সমস্ত ফুড কালার মেশানো হয়, সেগুলির প্যাকেট প্রতি দাম পড়ে ৭০ থেকে ৮০ টাকা মতো৷ অন্যদিকে, মাত্র ১০ থেকে ১৫ টাকার মধ্যেই মেলে কাঠ পালিশ করার রঙ৷ যদিও সেই প্যাকেটের গায়ে জ্বলজ্বল করে লেখা থাকে, এই রঙ শুধুমাত্রই শিল্পজাত দ্রব্যে ব্যবহারের জন্য৷
advertisement