Tips and Tricks: ঘাড়ের কুৎসিত কালো দাগ দূর করুন পুজোর আগেই, ঠিক এই ভাবে! এক রাতেই হবে ম্যাজিক!

Last Updated:
এমন পরিস্থিতিতে, মেয়েরা না পরতে পারেন ব্যাকলেস ব্লাউজ আর না ছেলেরা পরতে পারেন চাইনিজ কলারের শার্ট! এই সামান্য ঘাড়-ই বড় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। সেই কারণে পুজোর আগে ঘাড় পরিষ্কার করা খুবই জরুরি।
1/7
শরীরের সুন্দর, মসৃণ ত্বকে যে কোনও দাগই বড় দৃষ্টিকটু লাগে। পুজোর সময় তো কোনও ভাবেই এইগুলোকে অবহেলা করা যায় না৷ কারণ, এই সময়টায় প্রত্যেকেই নিজের সুন্দর করে সাজাতে চায়৷ এই যেমন ধরুন, আমাদের অনেকেরই ঘাড়ে কালো দাগ পড়ে যাওয়ার সমস্যা থাকে৷ হাজার সাবান ঘষলেও যে দাগ উঠতে চায় না৷ এমন পরিস্থিতিতে, মেয়েরা না পরতে পারেন ব্যাকলেস ব্লাউজ আর না ছেলেরা পরতে পারেন চাইনিজ কলারের শার্ট! এই সামান্য ঘাড়-ই বড় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। সেই কারণে পুজোর আগে ঘাড় পরিষ্কার করা খুবই জরুরি।
শরীরের সুন্দর, মসৃণ ত্বকে যে কোনও দাগই বড় দৃষ্টিকটু লাগে। পুজোর সময় তো কোনও ভাবেই এইগুলোকে অবহেলা করা যায় না৷ কারণ, এই সময়টায় প্রত্যেকেই নিজের সুন্দর করে সাজাতে চায়৷ এই যেমন ধরুন, আমাদের অনেকেরই ঘাড়ে কালো দাগ পড়ে যাওয়ার সমস্যা থাকে৷ হাজার সাবান ঘষলেও যে দাগ উঠতে চায় না৷ এমন পরিস্থিতিতে, মেয়েরা না পরতে পারেন ব্যাকলেস ব্লাউজ আর না ছেলেরা পরতে পারেন চাইনিজ কলারের শার্ট! এই সামান্য ঘাড়-ই বড় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। সেই কারণে পুজোর আগে ঘাড় পরিষ্কার করা খুবই জরুরি।
advertisement
2/7
ঘাড়ের কালো দাগ দূর করতে বেসন ও লেবুর সাহায্য নিতে পারেন। একটি পাত্রে ১ চামচ বেসন নিন। তারপর তাতে ১টি পাতিলেবুর রস পুরোটা দিয়ে দিন। এবার এই মিশ্রণটি ঘাড়ে লাগিয়ে ২-৩ মিনিট ভালভাবে ঘষতে থাকুন। এতে ঘাড়ের কালো দাগ পড়ার সমস্যা কয়েক দিনের মধ্যেই দূর হয়ে যাবে।
ঘাড়ের কালো দাগ দূর করতে বেসন ও লেবুর সাহায্য নিতে পারেন। একটি পাত্রে ১ চামচ বেসন নিন। তারপর তাতে ১টি পাতিলেবুর রস পুরোটা দিয়ে দিন। এবার এই মিশ্রণটি ঘাড়ে লাগিয়ে ২-৩ মিনিট ভালভাবে ঘষতে থাকুন। এতে ঘাড়ের কালো দাগ পড়ার সমস্যা কয়েক দিনের মধ্যেই দূর হয়ে যাবে।
advertisement
3/7
ঘাড়ের কালো দাগ থেকে মুক্তি পেতে মধু ও লেবুও ব্যবহার করতে পারেন। এর জন্য মধু ও লেবুর রস মিশিয়ে নিন। এবার এই রস আপনার ঘাড়ে লাগিয়ে রেখে দিন। তারপর প্রায় ১৫ মিনিট পরে ঘাড়ে আলতোভাবে ম্যাসাজ করে পরিষ্কার করে ফেলুন। রাতারাতি এর প্রভাব দেখতে পাবেন।
ঘাড়ের কালো দাগ থেকে মুক্তি পেতে মধু ও লেবুও ব্যবহার করতে পারেন। এর জন্য মধু ও লেবুর রস মিশিয়ে নিন। এবার এই রস আপনার ঘাড়ে লাগিয়ে রেখে দিন। তারপর প্রায় ১৫ মিনিট পরে ঘাড়ে আলতোভাবে ম্যাসাজ করে পরিষ্কার করে ফেলুন। রাতারাতি এর প্রভাব দেখতে পাবেন।
advertisement
4/7
ঘাড়ে কালো দাগের সমস্যা দূর করতে দুধ ও হলুদের মিশ্রণও অত্যন্ত কার্যকর। এতে দাগ তো কমবেই ত্বকও উজ্জ্বল হবে। একটি পাত্রে ১ চা চামচ দুধ নিন এবং তাতে এক চিমটে হলুদ যোগ করুন৷ তারপর মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ঘাড়ে লাগান এবং প্রায় ১০ মিনিটের জন্য স্ক্রাব করুন। তারপরে পরিষ্কার জল দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন।
ঘাড়ে কালো দাগের সমস্যা দূর করতে দুধ ও হলুদের মিশ্রণও অত্যন্ত কার্যকর। এতে দাগ তো কমবেই ত্বকও উজ্জ্বল হবে। একটি পাত্রে ১ চা চামচ দুধ নিন এবং তাতে এক চিমটে হলুদ যোগ করুন৷ তারপর মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ঘাড়ে লাগান এবং প্রায় ১০ মিনিটের জন্য স্ক্রাব করুন। তারপরে পরিষ্কার জল দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন।
advertisement
5/7
ঘাড়ে কালো দাগের সমস্যা দূর করতে দুধ ও হলুদের মিশ্রণও অত্যন্ত কার্যকর। এতে দাগ তো কমবেই ত্বকও উজ্জ্বল হবে। একটি পাত্রে ১ চা চামচ দুধ নিন এবং তাতে এক চিমটে হলুদ যোগ করুন৷ তারপর মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ঘাড়ে লাগান এবং প্রায় ১০ মিনিটের জন্য স্ক্রাব করুন। তারপরে পরিষ্কার জল দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন।
ঘাড়ে কালো দাগের সমস্যা দূর করতে দুধ ও হলুদের মিশ্রণও অত্যন্ত কার্যকর। এতে দাগ তো কমবেই ত্বকও উজ্জ্বল হবে। একটি পাত্রে ১ চা চামচ দুধ নিন এবং তাতে এক চিমটে হলুদ যোগ করুন৷ তারপর মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ঘাড়ে লাগান এবং প্রায় ১০ মিনিটের জন্য স্ক্রাব করুন। তারপরে পরিষ্কার জল দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন।
advertisement
6/7
ঘাড়ে জমে থাকা একগুঁয়ে ময়লা কিংবা ট্যান-এর সমস্যা দূর করতে হলুদ ও দইয়ের মিশ্রণও লাগাতে পারেন। ১ চা চামচ দইয়ের মিশ্রণে হলুদ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ঘাড়ে ভাল ভাবে লাগান। লাগিয়ে রেখে দিন প্রায় ২০ মিনিট৷ তারপরে তুলো দিয়ে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন। হাতেনাতে ফল দেখতে পাবেন৷
ঘাড়ে জমে থাকা একগুঁয়ে ময়লা কিংবা ট্যান-এর সমস্যা দূর করতে হলুদ ও দইয়ের মিশ্রণও লাগাতে পারেন। ১ চা চামচ দইয়ের মিশ্রণে হলুদ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ঘাড়ে ভাল ভাবে লাগান। লাগিয়ে রেখে দিন প্রায় ২০ মিনিট৷ তারপরে তুলো দিয়ে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন। হাতেনাতে ফল দেখতে পাবেন৷
advertisement
7/7
 ঘাড়ের কালো দাগের সমস্যা দূর করতে টম্যাটোর পেস্টও ব্যবহার করতে পারেন। আসলে, টম্যাটোতে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর বিশেষ গুণ লুকিয়ে রয়েছে। এই পেস্ট তৈরি করতে হলে ১টি টমেটো নিন তারপর তাকে মাঝখান থেকে কেটে ফালা করে নিন। এবার তাতে সামান্য ওটমিল বা চিনি লাগিয়ে নিন, তারপর সরাসরি ঘাড়ে ঘষুন। এতে ঘাড়ের কালো দাগের সমস্যা কয়েক দিনের মধ্যেই দূর হয়ে যাবে।
ঘাড়ের কালো দাগের সমস্যা দূর করতে টম্যাটোর পেস্টও ব্যবহার করতে পারেন। আসলে, টম্যাটোতে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর বিশেষ গুণ লুকিয়ে রয়েছে। এই পেস্ট তৈরি করতে হলে ১টি টমেটো নিন তারপর তাকে মাঝখান থেকে কেটে ফালা করে নিন। এবার তাতে সামান্য ওটমিল বা চিনি লাগিয়ে নিন, তারপর সরাসরি ঘাড়ে ঘষুন। এতে ঘাড়ের কালো দাগের সমস্যা কয়েক দিনের মধ্যেই দূর হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement