দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকের কৃষকদের এলাকায় তুলা চাষের দিশা দেখাচ্ছেন তারা।পাশাপাশি পয়সা খরচ না করে রাসায়নিক সার ব্যবহার না করে। জৈব সার নিজেদেরকে কিভাবে তৈরি করে জমিতে প্রয়োগ করবেন তাও কিন্তু শিখিয়ে দিচ্ছেন এই কৃষিবিজ্ঞানীরা।
আরও পড়ুন : রুক্ষ মাটিতে সবুজ বিপ্লব, রকমারি চারাগাছ ফলিয়ে বাজিমাত বাঁকুড়ার এই নার্সারির
advertisement
কৃষিবিজ্ঞানীরা জনান, প্রাকৃতিক চাষ তেমন কিছু বড় ব্যাপার নয়। প্রাকৃতিক চাষের মূলত আমাদের বাড়ির আশেপাশে গাছপালা গোবর গোমূত্র এই সমস্ত জিনিস প্রাকৃতিক পদ্ধতিতে। জৈব সার বাড়িতে তৈরি করে নেওয়া। এবং সেগুলি জমিতে প্রয়োগ করা যায়। এতে চাষবাস করতে অনেকটাই এগিয়ে আসতে পারবে।
আরও পড়ুন : মঙ্গলসূত্র সব সময় কালো রঙেরই কেন হয়? জানুন বিবাহিতাদের কেন পরতে হয় এই পবিত্র কালো সুতো
এই তুলো চাষ করে কোনওরকম রাসায়নিক সার ব্যবহার না করে এই প্রাকৃতিক পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে অনেকটাই লাভবান হব। তাই কৃষকরা যদি এই ধরনের প্রাকৃতিক সার তৈরি করে নিজেদের জমিতে প্রয়োগ করে অনেকটাই লাভবান হবে।এই নিমপীঠ কৃষিবিজ্ঞান যে সমস্ত কৃষকরা যুক্ত হয়ে যারা প্রতিনিয়ত প্রাকৃতিক চাষের মাধ্যমে এই ধরনের চাষবাস করছে ফলে অনেকটাই খরচ কমছে এবং এবং তারা অনেকটাই লাভবান হচ্ছে।