TRENDING:

South 24 Parganas News : জৈব সার ব্যবহার করে তুলো চাষ, নিজেদের স্বাবলম্বী করছেন সুন্দরবনের কৃষকরা

Last Updated:

South 24 Parganas News : রাসায়নিক নয়, জৈব সার ব্যবহার করে তুলো চাষ করে নিজেদের স্বাবলম্বী করছে। তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নিমপীঠ শ্রীরামকৃষ্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্র। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা : রাসায়নিক নয়, জৈব সার ব্যবহার করে তুলো চাষ করে নিজেদেরকে স্বাবলম্বী করছেন চাষিরা। তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নিমপীঠ শ্রীরামকৃষ্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্র।আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে সুন্দরবনের কৃষকরা বিভিন্ন চাষ করে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এইজন্যে সুন্দরবনে পিছিয়ে থাকা কৃষকদের আশার আলো দিশা দেখাচ্ছেন নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্র।
advertisement

দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকের কৃষকদের এলাকায় তুলা চাষের দিশা দেখাচ্ছেন তারা।পাশাপাশি পয়সা খরচ না করে রাসায়নিক সার ব্যবহার না করে। জৈব সার নিজেদেরকে কিভাবে তৈরি করে জমিতে প্রয়োগ করবেন তাও কিন্তু শিখিয়ে দিচ্ছেন এই কৃষিবিজ্ঞানীরা।

আরও পড়ুন : রুক্ষ মাটিতে সবুজ বিপ্লব, রকমারি চারাগাছ ফলিয়ে বাজিমাত বাঁকুড়ার এই নার্সারির

advertisement

কৃষিবিজ্ঞানীরা জনান, প্রাকৃতিক চাষ তেমন কিছু বড় ব্যাপার নয়। প্রাকৃতিক চাষের মূলত আমাদের বাড়ির আশেপাশে গাছপালা গোবর গোমূত্র এই সমস্ত জিনিস প্রাকৃতিক পদ্ধতিতে। জৈব সার বাড়িতে তৈরি করে নেওয়া। এবং সেগুলি জমিতে প্রয়োগ করা ‌যায়। এতে চাষবাস করতে অনেকটাই এগিয়ে আসতে পারবে।

View More

আরও পড়ুন :  মঙ্গলসূত্র সব সময় কালো রঙেরই কেন হয়? জানুন বিবাহিতাদের কেন পরতে হয় এই পবিত্র কালো সুতো

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

এই তুলো চাষ করে কোনওরকম রাসায়নিক সার ব্যবহার না করে এই প্রাকৃতিক পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে অনেকটাই লাভবান হব। তাই কৃষকরা যদি এই ধরনের প্রাকৃতিক সার তৈরি করে নিজেদের জমিতে প্রয়োগ করে অনেকটাই লাভবান হবে।এই নিমপীঠ কৃষিবিজ্ঞান যে সমস্ত কৃষকরা যুক্ত হয়ে যারা প্রতিনিয়ত প্রাকৃতিক চাষের মাধ্যমে এই ধরনের চাষবাস করছে ফলে অনেকটাই খরচ কমছে এবং এবং তারা অনেকটাই লাভবান হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : জৈব সার ব্যবহার করে তুলো চাষ, নিজেদের স্বাবলম্বী করছেন সুন্দরবনের কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল