দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পঞ্চগ্রাম প্রমথনাথ হাইস্কুলের এই ঘটনার জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় স্কুলে। পড়ুয়াদের জমায়েতে স্কুল চত্বর অবরুদ্ধ হয়ে পড়ে। প্রধান শিক্ষক জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় তিনি পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পড়ুয়া ও স্কুলের সহ শিক্ষকরাও।
আরও পড়ুনঃ পুরন্দরপুর হসপিটাল রোডের বেহাল দশা! অসুবিধায় স্থানীয় মানুষ
advertisement
পড়ুয়াদের অভিযোগ, স্কুলের ছেলে ও মেয়েদের শৌচালয়টি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে। শৌচলয়ে জল থাকে না। স্কুলে পানীয় জলের একটি মাত্র টিউবওয়েল আছে। সেই টিউবওয়েলটিও দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। স্কুলের টিউবওয়েলে জল না মেলায়, ছাত্রছাত্রীরা জল খেতে পাশের প্রাইমারি স্কুলে যাচ্ছে। এর ফলে অসুবিধা হচ্ছে তাদের। সেজন্য এই সমস্যার সুরাহা চেয়ে প্রধান শিক্ষকের কাছে পড়ুয়ারা একাধিকবার লিখিত আবেদন জানান।
আরও পড়ুনঃ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টাকা নয়ছয়! বিক্ষোভে উত্তাল কুলপি
কিন্তু সমাধান না হওয়ায় আজ স্কুল শুরুর পর পড়ুয়াদের একাংশ প্রধান শিক্ষককে ঘিরে ধরে ক্ষোভ জানাতে থাকে। পড়ুয়াদের ক্ষোভের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরিহয়। পরে অশান্তি এড়াতে স্কুলে পুলিশ ডাকেন প্রধান শিক্ষক আবু শহীদ হালদার। ডায়মন্ড হারবার থানা থেকে পুলিশ পাঠানো হয় স্কুলে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও পুলিশ মোতায়েন আছে স্কুলে।
Nawab Mallick






