TRENDING:

South 24 Parganas: স্কুলের বেহাল দশার প্রতিবাদে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

Last Updated:

স্কুলের বেহাল দশার প্রতিবাদে ডায়মন্ডহারবারে বিক্ষোভ দেখাল স্কুল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে বুধবার ডায়মন্ড হারবার পঞ্চগ্রাম প্রমথনাথ হাইস্কুলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডায়মন্ডহারবার : স্কুলের বেহাল দশার প্রতিবাদে ডায়মন্ডহারবারে বিক্ষোভ দেখাল স্কুল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে বুধবার ডায়মন্ড হারবার পঞ্চগ্রাম প্রমথনাথ হাইস্কুলে। ঘটনার জেরে ব‍্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্কুলের বেহাল পরিকাঠামোর প্রতিবাদে মঙ্গলবার স্কুল শুরুর পর থেকে প্রধান শিক্ষককে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ ডাকলেন প্রধান শিক্ষক। ঘটনার খবর পেয়ে ডায়মন্ডহারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এই ঘটনার জেরে বন্ধ হয়ে যায় স্কুলের পঠনপাঠন।
ডায়মন্ডহারবারে স্কুলের বেহাল দশার প্রতিবাদে বিক্ষোভ ছাত্রছাত্রীদের
ডায়মন্ডহারবারে স্কুলের বেহাল দশার প্রতিবাদে বিক্ষোভ ছাত্রছাত্রীদের
advertisement

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পঞ্চগ্রাম প্রমথনাথ হাইস্কুলের এই ঘটনার জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় স্কুলে। পড়ুয়াদের জমায়েতে স্কুল চত্বর অবরুদ্ধ হয়ে পড়ে। প্রধান শিক্ষক জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় তিনি পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পড়ুয়া ও স্কুলের সহ শিক্ষকরাও।

আরও পড়ুনঃ পুরন্দরপুর হসপিটাল রোডের বেহাল দশা! অসুবিধায় স্থানীয় মানুষ

advertisement

পড়ুয়াদের অভিযোগ, স্কুলের ছেলে ও মেয়েদের শৌচালয়টি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে। শৌচলয়ে জল থাকে না। স্কুলে পানীয় জলের একটি মাত্র টিউবওয়েল আছে। সেই টিউবওয়েলটিও দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। স্কুলের টিউবওয়েলে জল না মেলায়, ছাত্রছাত্রীরা জল খেতে পাশের প্রাইমারি স্কুলে যাচ্ছে। এর ফলে অসুবিধা হচ্ছে তাদের। সেজন‍্য এই সমস‍্যার সুরাহা চেয়ে প্রধান শিক্ষকের কাছে পড়ুয়ারা একাধিকবার লিখিত আবেদন জানান।

advertisement

View More

আরও পড়ুনঃ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টাকা নয়ছয়! বিক্ষোভে উত্তাল কুলপি

কিন্তু সমাধান না হওয়ায় আজ স্কুল শুরুর পর পড়ুয়াদের একাংশ প্রধান শিক্ষককে ঘিরে ধরে ক্ষোভ জানাতে থাকে। পড়ুয়াদের ক্ষোভের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরিহয়। পরে অশান্তি এড়াতে স্কুলে পুলিশ ডাকেন প্রধান শিক্ষক আবু শহীদ হালদার। ডায়মন্ড হারবার থানা থেকে পুলিশ পাঠানো হয় স্কুলে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও পুলিশ মোতায়েন আছে স্কুলে।‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরী থেকে গাছ নিয়ে ডায়মন্ড হারবারে সত্যনারায়ণ, অভিষেকের লক্ষ্যপূরণে নিরন্তর প্রচেষ্টা
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: স্কুলের বেহাল দশার প্রতিবাদে বিক্ষোভ ছাত্রছাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল