বৃহস্পতিবার সকালে হাঁটু সমান জলে নেমে অনুষ্ঠান পালিত হয়েছে দক্ষিণ ২৪ পরগণা বন বিভাগের অধীন সুন্দরবন উপকূলবর্তী এলাকার গ্রামে নদীর পাড়ে। এদিন সকালে স্কুল শিক্ষিকারা কচিকাঁচাদের সঙ্গে নিয়ে নদীর পাড় ধরে পথ পরিক্রমা করে চরে নেমে গাছকে ফোঁটা দিয়েছে। এখানে নতুন করে অঙ্গীকারবদ্ধ হয়েছে। তাদের হাতে প্লাকার্ডে লেখা ছিল 'তোরা হাত ধর প্রতিজ্ঞা কর চির দিন তোরা বন্ধু হয়ে থাকবি, বন্ধু কথার মর্যাদাটা রাখবি'।
advertisement
আরও পড়ুনঃ বারুইপুর হাসপাতালে ভর্তি রোগীদের ভাইফোঁটা
এই প্রসঙ্গে ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলনকান্তি মন্ডল বলেন, 'ম্যানগ্রোভ প্ল্যান্টেশন রক্ষার কাজে আমরা স্কুল পড়ুয়াদের এগিয়ে আসতে আগেই আহ্বান জানিয়েছিলাম। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সেই আনন্দে তারা মানুষের পরিবর্তে গাছকে ফোঁটা দিতে চেয়েছে। আমরা সহযোগিতা করেছি।
advertisement
Suman Saha
Location :
First Published :
October 27, 2022 7:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুন্দরবনে ম্যানগ্রোভে ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন স্কুল পড়ুয়াদের