পুলিশ সূত্রে খবর, প্রায় পাঁচ মাস আগে বাংলাদেশের এক পণ্যবাহী জাহাজের নাবিক ও কর্মীরা যান্ত্রিক গোলযোগের কারণে মুড়িগঙ্গা নদীতে আটকে পড়েছিলেন। সাগর ব্লক প্রশাসন ও সাগর থানার পুলিশ তাদের উদ্ধার করে।
এদের মধ্যে দু’জন অসুস্থ হয়ে পড়লে তাদের সাগর থানার পক্ষ থেকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বাকিদের রাখা হয় সাগরের কৃষ্ণনগর ফ্লাড শেল্টারে।
advertisement
এরমধ্যে বাংলাদেশ প্রশাসন তাদের নাবিকদের দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র এখানে প্রেরণ করে। সমস্ত কিছু কাগজপত্র দেখার পর তাদের বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দিতে পেট্রাপোল সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার ভোররাতে তাঁদের সাগর থেকে নিয়ে যাওয়া হয়। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নির্দেশে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য এবং জিবিডিএ-র ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র (জিকো)।
আটকে থাকা নাবিকদের পুজোর উপহার দেওয়া হয়েছে। দীপাবলির আগে ওই নাবিকদের ফেরানো হচ্ছে। যা একটি উজ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আটকে থাকা নাবিকরাও দেশে ফিরতে পেরে খুবই খুশি। তারাও ভারতীয় প্রশাসনকে এ নিয়ে ধন্যবাদ জানিয়েছেন। তার যে কয়েকমাস আমাদের দেশে ছিলেন সেই কয়েকমাস তাদের সমস্ত পরিষেবা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে।