Pakistan Strikes Afganistan: ‘ভারতের কোলে বসে রয়েছে..,’ তালিবান টেনে নয়াদিল্লিকে টার্গেট! পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বেনজির আক্রমণ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অবশ্য, শুধুমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে বিষোদ্গার করেই থামেননি তিনি৷ আবারও পাক-আফগান সংঘর্ষের জন্য ভারতের দিকে আঙুল তুলেছেন তিনি৷
ইসলামাবাদ: সীমান্তে আফগানিস্তানের বিরুদ্ধে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান৷ ইসলামাবাদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগও তুলেছে আফগানিস্তানের তালিবান সরকার৷ এরই মাঝে আবারও পাকিস্তানে থাকা আফগানদের বিরুদ্ধে বিষোদ্গার করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা আসিফ৷ পাকিস্তানে বসবাসকারী সমস্ত আফগানকে নিজেদের দেশে, নিজেদের নির্বাচিত সরকারের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন তিনি৷ বললেন, পাকিস্তানের ভূমি, পাকিস্তানের সম্পদ ২৫০ কোটি পাকিস্তানির জন্য, আফগানদের জন্য নয়৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই বহু বহু দশকের বন্ধু পড়শি রাষ্ট্র আফগানিস্তানকে পাকিস্তানের ১ নম্বর শত্রু বলে উল্লেখ করেছিলেন খ্বজা আসিফ৷
গত শুক্রবার স্থানীয় সময় বিকেল ৬টা নাগাদই শেষ হয়ে গিয়েছে দু’দেশের সংঘর্ষ বিরতি৷ তারপরেও অবশ্য সেই সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানোর পক্ষে রায় দিয়েছে তারা৷ তবে, তালিবান সরকারের দাবি, এর মধ্যেই আফগানিস্তানের পাকতিতা প্রদেশের ৩ জায়গায় বিমানহানা চালিয়েছে পাকিস্তান৷ মারা গিয়েছেন ১০ আফগান নাগরিক৷
advertisement
advertisement
তবে দু’দেশের মধ্যে সংঘর্ষ থামাতে দোহায় দু’পক্ষের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা৷ তার মধ্যেই পাক প্রতিরক্ষামন্ত্রীর এই বিষোদ্গার৷
অবশ্য, শুধুমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে বিষোদ্গার করেই থামেননি তিনি৷ আবারও পাক-আফগান সংঘর্ষের জন্য ভারতের দিকে আঙুল তুলেছেন তিনি৷
খ্বজা আসিফের দাবি, তালিবান সরকার ভারতের হয়ে ‘প্রক্সি’র কাজ করছে৷ নয়াদিল্লি এবং নিষিদ্ধ তেহেরিক-ই-তালিবান পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র করে পাকিস্তানে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে৷
advertisement
আসিফ বলেন, ‘‘কাবুলের শাসকেরা এখন ভারতের কোলে বসে আছে এবং পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ একসময় আমরা ওদের নিরাপত্তা দিয়েছি৷ আমাদের মাটিতে লুকোনোর জায়গা দিয়েছি৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
October 18, 2025 11:16 AM IST