Weather Update: সপ্তাহের শেষে 'হাওয়াবদল'! ফের বৃষ্টি... আবহাওয়া কেমন থাকবে কালীপুজো, ভাইফোঁটার দিনে?
- Published by:Tias Banerjee
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
উইকেন্ডে হাওয়াবদল। বাংলায় বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল ছয় জেলাতে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো ও ভাইফোঁটার সময় আকাশ থাকবে সম্পূর্ণ ঝলমলে। সেই সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালবেলা দু-এক জায়গায় সামান্য কুয়াশা এবং ধোঁয়াশা দেখা দিতে পারে, তবে তা মূলত পার্বত্য ও উপকূল সংলগ্ন জেলাগুলিতেই সীমিত থাকবে। বাকি সমস্ত জেলায় আকাশ থাকবে পরিষ্কার। জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে বলেও জানিয়েছে দফতর।
advertisement
তবে সপ্তাহের শেষ দিকে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শনিবার এবং রবিবার রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছয়টি জেলায় আজ ও কাল আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রপাত ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আজ, অর্থাৎ শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।
advertisement