TRENDING:

South 24 Parganas News : ব্যাঙ্কের পাস বই বকখালি থেকে বাড়ি ফেরাল মানসিক ভারসাম্যহীন মহিলাকে

Last Updated:

 ব্যাঙ্কের পাসবই বকখালি থেকে বাড়িতে ফেরাল মানসিক ভারসাম্যহীন মহিলাকে। ওই মহিলার নাম কাঞ্চন দেবী দাস। তার পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর তাকে বাড়িতে ফিরিয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বকখালি: ব্যাঙ্কের পাসবই বকখালি থেকে বাড়িতে ফেরাল মানসিক ভারসাম্যহীন মহিলাকে। ওই মহিলার নাম কাঞ্চন দেবী দাস। তার পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর তাকে বাড়িতে ফিরিয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
বকখালি
বকখালি
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুনি দ্বীপে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে বেশ কয়েকদিন ধরে ঘুরতে দেখা যাচ্ছিল। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার এক সিভিক ভলেন্টিয়ার এই তথ‍্য থানায় জানায়।

আরও পড়ুন: চিকিৎসক বিধায়কের সহায়তায় থ‍্যালাসমিয়া নিয়ে নজিরবিহীন উদ্যোগ ডায়মন্ড হারবারে

এরপর থানার পক্ষ থেকে একটি সেচ্ছাসেবী সংগঠনকে খবর দেওয়া হয়।খবর পাওয়ার পর তারা মৌসুনি দ্বীপে পৌঁছান। সেখানে গিয়ে ওই মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করে। ওই মানসিক ভারসাম্যহীন মহিলার কাছ থেকে উদ্ধার হয় একটি সমবায় সমিতির পাস বই।

advertisement

View More

এরপর তারা দ্রুত ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় খবর দেয়। সেই খবর পাওয়ার পর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক রিদ্ধি সরকার ওই পাস বইয়ের ঠিকানা খোঁজার চেষ্টা করেন। ওই পাসবুক থেকে জানা যায় ওই মহিলার নাম কাঞ্চন দেবী দাস।

আরও পড়ুন: একের পর এক গ্রন্থাগার বন্ধ হচ্ছে! কারণ শুনলে চোখ কপালে উঠবে

advertisement

পূর্ব মেদিনীপুরের মন্দারমনি কোস্টাল থানার জোশিপুর গ্রামের বাসিন্দা তিনি। মাস ছয়েক আগে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসেন। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে কাঞ্চন দেবী চলে আসেন মৌসুনিতে। ঠিকানা খোঁজার পরেই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আসেননি। অগত‍্যা পুলিশকর্মীরা তাকে বাড়িতে পৌছে দেওয়ার ব‍্যবস্থা করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হস্তশিল্পকে সমৃদ্ধ করতে বিরাট প্রচেষ্টা... কাশি ঘাস ও খেজুর পাতা দিয়েই দারুণ জিনিস
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ব্যাঙ্কের পাস বই বকখালি থেকে বাড়ি ফেরাল মানসিক ভারসাম্যহীন মহিলাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল