Thalassemia || South 24 Parganas News: চিকিৎসক বিধায়কের সহায়তায় থ‍্যালাসমিয়া নিয়ে নজিরবিহীন উদ্যোগ ডায়মন্ড হারবারে

Last Updated:

৮ মে বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব থ‍্যালাসমিয়া দিবস। সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দক্ষিণ ২৪ পরগণার জেলার বিভিন্ন জায়গায় এই দিনটিকে পালন করা হয়েছে। কোথাও থ‍্যালাসমিয়া নিয়ে সচেতনতা শিবির, আবার কোথাও রক্তদানের মধ‍্যে দিয়ে পালিত  হয়েছে এই দিন।

+
প্রতীকী

প্রতীকী ছবি

ডায়মন্ড হারবার: ৮ মে বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব থ‍্যালাসমিয়া দিবস। সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দক্ষিণ ২৪ পরগণার জেলার বিভিন্ন জায়গায় এই দিনটিকে পালন করা হয়েছে। কোথাও থ‍্যালাসমিয়া নিয়ে সচেতনতা শিবির, আবার কোথাও রক্তদানের মধ‍্যে দিয়ে পালিত  হয়েছে এই দিন।
ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার
থ‍্যালাসমিয়া দিবসে কাশীনগর গার্লস স্কুলের একটি সচেতনতা শিবিরে উপস্থিত থেকে চিকিৎসক তথা স্থানীয় বিধায়ক ড: অলক জলদাতা। তিনি জানান, এই রোগের হাত থেকে মুক্তি পেতে হলে সকলকে আগে সচেতন হতে হবে। বিয়ের আগে রক্তপরীক্ষা করতে হবে সকলকে। এতে সহজেই ধরা পড়বে থ‍্যালাসমিয়ার বাহক। আর এর থেকে অনেকাংশে কমানো যাবে এই রোগের হার। বর্তমানে যারা থ‍্যালাসমিয়া রোগাক্রান্ত তাদের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।
advertisement
advertisement
এ নিয়ে রক্তযোদ্ধা নামক একটি গ্রুপের সদস‍্য সুদীপ মন্ডল জানান, দীর্ঘদিন তাঁরা থ‍্যালাসমিয়া রোগাক্রান্ত শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছেন, তাদের রক্তের খুবই প্রয়োজন। গরমের সময় রক্তের সংকট দেখা দেয়।সেজন‍্য রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে। বিয়ের আগে অবশ্যই থ‍্যালাসমিয়া আছে কিনা তা জানতে রক্ত পরীক্ষা করতেই হবে। তাহলে আগামীদিনে থ‍্যালাসমিয়া মুক্ত পৃথিবীর স্বপ্ন তাঁরা দেখতে পারেন।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Thalassemia || South 24 Parganas News: চিকিৎসক বিধায়কের সহায়তায় থ‍্যালাসমিয়া নিয়ে নজিরবিহীন উদ্যোগ ডায়মন্ড হারবারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement