সম্প্রতি তিনি মন্দির পরিদর্শনে এসে সেবাইতদের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে বৈঠক করেন। এদিনের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার পৌর প্রধান সুকুমার হালদার জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি জয়নগর মজিলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাখি ভট্টাচার্য সহ মন্দিরের সেবাইতগণ।
আরও পড়ুন - Hurricane Nicole: জলভাগে ক্রমশ নিজের শক্তি বাড়িয়ে ফুঁসছে ঝড় নিকোল, তছনছ হবে সব
advertisement
আরও পড়ুন - জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে পান্ডবেশ্বরে প্রো কাবাডি
মন্দির পরিদর্শন করে বৈঠক শেষে বিপ্লব বাবু বলেন, ‘‘মন্দিরটি ৪০০ বছরের পুরনো। এককালে চক্রবর্তী সেবাইতদের পারিবারিক মন্দির ছিল এটি। ওনারা আমাদের কাছে আবেদন করেছিল মন্দির ও দেবত্ব সম্পত্তি দেখভালের জন্য। কারণ, ওরা ঠিকমত মন্দির চালাতে পারছিলেন না। আমি আইনমন্ত্রীর কাছে আবেদনের পর এই কাজ শুরুর অনুমতি পাই।’’
তিনি আরও জানান ‘‘যতদিন পর্যন্ত মন্দিরের ট্রাস্টি কমিটি নির্বাচন না হচ্ছে পুরনো কমিটি কাজ দেখভাল করবে।’’ এদিনের বৈঠকে উপস্থিত থেকে জয়নগর মজিলপুর পৌরসভার পৌর প্রধান সুকুমার হালদার বলেন, ‘‘বিপ্লব বাবু জয়নগর মজিলপুর ধন্বন্তরি কালীমন্দিরে প্রবেশদ্বারে একটি তোরণ করা এবং মন্দির চত্বরে আলো দিয়ে সাজানোর প্রস্তাব দিয়েছেন, আমরা পৌরসভার পক্ষ থেকে ওনাকে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেব।’’
Suman Saha