Paschim Bardhaman News : জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে পান্ডবেশ্বরে প্রো কাবাডি

Last Updated:

দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৭ টি দল এই অল বেঙ্গল প্রো কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কাবাডি ভারতের জাতীয় খেলা। সেই খেলা বর্তমানে অনেক আধুনিক রূপ পেয়েছে। 

+
অল

অল বেঙ্গল প্রো কাবাডি প্রতিযোগিতার মঞ্চ।

#পশ্চিম বর্ধমান: জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে পাণ্ডবেশ্বরে অনুষ্ঠিত হয়ে গেল অল বেঙ্গল প্রো কাবাডি প্রতিযোগিতা। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উদ্যোগে এই প্রো কাবাডি কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। যেখানে অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন জাতীয় স্তরের দলগুলি এবং খেলোয়াররা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৭ টি দল এই অল বেঙ্গল প্রো কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
কাবাডি ভারতের জাতীয় খেলা। সেই খেলা বর্তমানে অনেক আধুনিক রূপ পেয়েছে। তবে মাঠে-ঘাটে ক্রিকেট, ফুটবলের যে জনপ্রিয়তা রয়েছে, ততটা জনপ্রিয়তা বর্তমানে কাবাডি খেলার ক্ষেত্রে নেই। ফলে কাবাডি খেলার ওপর বিভিন্ন ছেলেমেয়েদের আকর্ষণ তৈরি করতে, বিধায়কের উদ্যোগে এই অল বেঙ্গল প্রো কাবাডি কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল।
advertisement
advertisement
প্রসঙ্গত, শীতের মরশুম শুরু হলেই খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়াতে নানা রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। এলাকার যুবক-যুবতীদের আকর্ষণ বাড়াতে বিধায়করা বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করেন। যার নাম দেওয়া হয় বিধায়ক কাপ। সম্প্রতি দুর্গাপুরে ফুটবলের বিধায়ক কাপ অনুষ্ঠিত হয়েছে। এবার পাণ্ডবেশ্বরও হয়ে গেল বিধায়ক কাপ। তবে পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উদ্যোগে কাবাডির বিধায়ক কাপ আয়োজন করা হয়েছিল। সহযোগী সংস্থা হিসেবে এখানে কাজ করেছে রাঙ্গামাটি।
advertisement
বিধায়ক কাপের উদ্বোধন করেছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উদ্বোধনে এসে এমন একটি প্রতিযোগিতার আয়োজন দেখে তিনি রীতিমতো খুশি। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন সহযোগী আয়োজকদেরও। তিনি বলেছেন, আগামী দিনে আরও উচ্চতর মানের এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। কাবাডি খেলাকে আবার জনপ্রিয়তার শীর্ষে তুলে নিয়ে যাওয়া হবে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News : জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে পান্ডবেশ্বরে প্রো কাবাডি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement