Hurricane Nicole: জলভাগে ক্রমশ নিজের শক্তি বাড়িয়ে ফুঁসছে ঝড় নিকোল, তছনছ হবে সব

Last Updated:
Weather Update: বুধবার দিন নিজের শক্তি বাড়িয়ে ফুঁসছে৷
1/6
#ফ্লোরিডা: ট্রপিকাল স্টর্ম বা ক্রান্তীয় ঝড়ের থেকেও অধিক শক্তিশালী হয়ে উঠছে নিকোল৷ ক্রমশ সমুদ্রের ওপর নিজের জায়গা বিস্তার করে দ্রুত শক্তি সঞ্চয় করছে এই ভয়াবহ সামুদ্রিক ঝড়৷ বুধবার দিন নিজের শক্তি বাড়িয়ে ফুঁসছে৷ Photo Courtesy- The Weather Channel/ Twitter 
#ফ্লোরিডা: ট্রপিকাল স্টর্ম বা ক্রান্তীয় ঝড়ের থেকেও অধিক শক্তিশালী হয়ে উঠছে নিকোল৷ ক্রমশ সমুদ্রের ওপর নিজের জায়গা বিস্তার করে দ্রুত শক্তি সঞ্চয় করছে এই ভয়াবহ সামুদ্রিক ঝড়৷ বুধবার দিন নিজের শক্তি বাড়িয়ে ফুঁসছে৷ Photo Courtesy- The Weather Channel/ Twitter 
advertisement
2/6
এই সামুদ্রিক ঝড় এবার ফ্লোরিডা উপকূলের দিকে লক্ষ্য করে এগোচ্ছে৷ ইতিমধ্যেই ঝড়ের গতি ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি হয়ে গেছে৷ দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগরের ওপর তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় ঘিরে ইতিমধ্যেই অ্যালার্ট জারি করা হয়েছে৷ Photo Courtesy- The Weather Channel/ Twitter 
এই সামুদ্রিক ঝড় এবার ফ্লোরিডা উপকূলের দিকে লক্ষ্য করে এগোচ্ছে৷ ইতিমধ্যেই ঝড়ের গতি ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি হয়ে গেছে৷ দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগরের ওপর তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় ঘিরে ইতিমধ্যেই অ্যালার্ট জারি করা হয়েছে৷ Photo Courtesy- The Weather Channel/ Twitter 
advertisement
3/6
হ্যারিকেন ওয়ার্নিং দেওয়া উত্তরপশ্চিম বাহমাস এবং ২০০ মাইস ফ্লোরিডা উপকূল জুড়ে৷ বুধবারই এটা উপকূল ছুঁয়ে পার করবে এমনটাই ওয়েদার আপডেটে জানিয়েছে ন্যাশানাল হ্যারিকেন সেন্টার৷
হ্যারিকেন ওয়ার্নিং দেওয়া উত্তরপশ্চিম বাহমাস এবং ২০০ মাইস ফ্লোরিডা উপকূল জুড়ে৷ বুধবারই এটা উপকূল ছুঁয়ে পার করবে এমনটাই ওয়েদার আপডেটে জানিয়েছে ন্যাশানাল হ্যারিকেন সেন্টার৷
advertisement
4/6
৩ থেকে ৫ ইঞ্চি -র মতো প্রবল বৃষ্টিপাত হবে৷ শুক্রবার অবধি বাহমা থেকে ফ্লোরিডার নানা প্রান্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে৷ তবে ঝড়ের কেন্দ্র যেখানে পৌঁছবে সেখানে প্রবল পরিমাণে এমনকি ৮ ইঞ্চি অবধি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে৷ ফ্লোরিডা থেকে দক্ষিণ জর্জিয়াতে এই ঝড় পৌঁছবে বৃহস্পতিবার রাতে৷ 
৩ থেকে ৫ ইঞ্চি -র মতো প্রবল বৃষ্টিপাত হবে৷ শুক্রবার অবধি বাহমা থেকে ফ্লোরিডার নানা প্রান্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে৷ তবে ঝড়ের কেন্দ্র যেখানে পৌঁছবে সেখানে প্রবল পরিমাণে এমনকি ৮ ইঞ্চি অবধি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে৷ ফ্লোরিডা থেকে দক্ষিণ জর্জিয়াতে এই ঝড় পৌঁছবে বৃহস্পতিবার রাতে৷ 
advertisement
5/6
বাহমা এমার্জেন্সি ম্যানেজমেন্ট আধিকারিকরা বাহমাস স্থানীয় মানুষদের উদ্ধার করে তাদের নিশ্চিন্ত স্থানে পৌঁছে দিয়েছেন৷ বিভিন্ন দ্বীপে এমার্জেন্সি সেন্টার খুলে সেখানে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ 
বাহমা এমার্জেন্সি ম্যানেজমেন্ট আধিকারিকরা বাহমাস স্থানীয় মানুষদের উদ্ধার করে তাদের নিশ্চিন্ত স্থানে পৌঁছে দিয়েছেন৷ বিভিন্ন দ্বীপে এমার্জেন্সি সেন্টার খুলে সেখানে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ 
advertisement
6/6
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়ির বাসিন্দা ও পোষ্যদের জন্য জনপ্রতি খাবার আগামী এক সপ্তাহের জন্য মজুদ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি ওষুধ, টাকা, এমার্জেন্সি আলো এই সব কিছু জোগাড় রাখতে বলা হয়েছে৷ Photo Courtesy- The Weather Channel/ Twitter 
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়ির বাসিন্দা ও পোষ্যদের জন্য জনপ্রতি খাবার আগামী এক সপ্তাহের জন্য মজুদ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি ওষুধ, টাকা, এমার্জেন্সি আলো এই সব কিছু জোগাড় রাখতে বলা হয়েছে৷ Photo Courtesy- The Weather Channel/ Twitter 
advertisement
advertisement
advertisement