কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে কয়েক হাজার গ্রামবাসীরা প্রতিনিয়ত সেতু দিয়ে যাতায়াত করে। এই সেতুর উপর দিয়ে চক্রবর্তী আবাদের প্রায় ছয়টি গ্রামের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছে গ্রামবাসীরা।
আরও পড়ুন - Elephant Attack: ‘বুদ্ধি যেখানে বল সেখানে’- গ্রামবাসীরা বাজাল ২০ কেজির ঘণ্টা, পালিয়ে বাঁচল হাতি
advertisement
আরও পড়ুন - কাটামুণ্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পুরসভার পার্কিং জোনের পাশেই নর্দমায় দেখা গেল সেই দৃশ্য
প্রশাসনকে বারবার এই সেতু সংস্কারের দাবি তুলেছে এলাকাবাসীরা কিন্তু এলাকাবাসীদের কথায় কর্ণপাত করেনি স্থানীয় প্রশাসন কার্যত বিপদ জেনেও নিত্য প্রয়োজনীয় কাজের জন্য এই সেতু ব্যবহার করতে হয়। অনেক গ্রামবাসীরা বিপদের আশঙ্কা জেনে দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছায়। যদিও স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী জানান, মানুষের এই সমস্যা দীর্ঘদিনের ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবে বেহাল সেতুটি সংস্কার ও পুনর্নির্মাণের জন্য টেন্ডার বরাদ্দ করেছে। কংক্রিটের সেতু নির্মাণ করার জন্য টেন্ডার হয়ে গিয়েছে খুব শীঘ্রই ওই সেতু মেরামতির করার কাজ ও নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে।
সাধারণ মানুষ আমাদের কাছে সেতু সংস্কার ও সেতু পুনর্নির্মাণের জন্য একটি আবেদন পত্র জমা দিয়েছে সেই আবেদন পত্রের ভিত্তিতে আমরা কাজ শুরু করে দিয়েছি। খুব শীঘ্রই ওই এলাকায় নতুন সেতু পাবে এলাকাবাসীরা। আমরা মনে করছি সাধারণ মানুষের এই সমস্যা, খুব দ্রুতই আমাদের রাজ্য সরকার সমাধান করতে পারবে। কিন্তু সাধারণ মানুষের দাবি কবে নির্মাণ হবে পাকা সেতু। সেদিকেই তাকিয়ে রয়েছে কয়েক হাজার গ্রামবাসীরা।
Suman Saha