কাটামুণ্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পুরসভার পার্কিং জোনের পাশেই নর্দমায় দেখা গেল সেই দৃশ্য

Last Updated:

পচাগলা কাটামুণ্ডের পরিচয় জানতে ফরেনসিক তদন্তের সিদ্ধান্ত পুলিশের।

Head recovered from drainage system in Malda
Head recovered from drainage system in Malda
#মালদহ: মালদহ শহরে কাটামুণ্ড উদ্ধার। পুরসভার পার্কিং জোনের পাশেই মিলল কাটামুণ্ড। মালদহ শহরে পুরনো হাসপাতাল চত্বরে ঘটনা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। দুপুরে গাড়ি চালকদের কয়েকজন নর্দমার ধারে বাথরুম করতে গিয়ে কাটা মুন্ড দেখতে পান। একটি নাইলন ব্যাগের বাইরে নর্দমার মধ্যে পচাগলা কাটামুণ্ডের হদিশ মেলে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। কাটামুণ্ডের কোনও পরিচয় জানা যায়নি। তবে বেশ কিছুদিনের পুরনো বলে অনুমান।
ইংরেজবাজার পুরসভার পার্কিং জোন রয়েছে এলাকায়। লাগোয়া জেলা স্কুল আর পার্কিং জোনের মাঝে নর্দমায় কাটামুণ্ড পড়ে পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আশেপাশে কোথাও দেহ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে বাইরে থেকে নরমুণ্ড এনে ফেলা হয় বলে প্রাথমিক অনুমান। কাটা মুণ্ডটির কার্যত শুধু মাথার খুলি আর কিছু চুলের অংশ বিশেষ দেখতে পাওয়া যায়। মুণ্ডটি যে অবস্থায় পাওয়া গিয়েছে তাতে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান কোনও মাঝবয়সি ব্যক্তির মুণ্ড হতে পারে। ওই মুণ্ডটি মাসখানেকেরও বেশি পুরনো হওয়ার সম্ভাবনা। তদন্তের প্রয়োজনে কাটা মুণ্ড উদ্ধার পর্ব ক্যামেরা বন্দিও করে পুলিশ।
advertisement
advertisement
কাটা মুণ্ডটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, ফরেনসিক তদন্ত করানো হবে ওই কাটা মুণ্ডটির। কতদিন আগের ঘটনা, কিভাবে মৃত্যু, কত বয়সের মানুষের মুণ্ড,- এমন নানা প্রশ্নের উত্তর মিলতে পারে ফরেনসিক তদন্তের রিপোর্টে। ওই রিপোর্ট পাওয়ার পরেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।তবে, পার্কিংজোন লাগোয়া ওই এলাকায় কাটা মুণ্ড পড়ে থাকলেও এতদিন কীভাবে তা সকলের নজর এড়িয়ে গেল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
advertisement
পুলিশ জানিয়েছে, কাটা মুণ্ড উদ্ধারের ঘটনার তদন্তের জন্য প্রথমে পরিচয় জানা জরুরি। ফরেনসিক রিপোর্টে সূত্র মিললে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে।
Sebak DebSarma
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কাটামুণ্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পুরসভার পার্কিং জোনের পাশেই নর্দমায় দেখা গেল সেই দৃশ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement