Healthy Lifestyle: এই শীতে হুড়মুড়িয়ে কমিয়ে ফেলুন বাড়তি ওজন, রইল ড্রিঙ্কসের রেসিপি

Last Updated:

কিছু জিনিস মেটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে। সেটা হল ব্যায়াম এবং সঠিক আহার। এখানে মেটাবলিজম বুস্টিং পানীয়ের হদিশ দেওয়া হল।

Healthy Lifestyle: easy weight loss drinks reciepe- Photo- Representative
Healthy Lifestyle: easy weight loss drinks reciepe- Photo- Representative
#কলকাতা: ওজন কমানোর ক্ষেত্রে মেটাবলিজম বা বিপাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিপাকের হার বেশি থাকলে বিশ্রাম এবং ব্যায়ামের সময় আরও বেশি ক্যালোরি বার্ন করা যায়। অন্য দিকে, মেটাবলিজম রেট কম হলে একই পরিমাণ ক্যালোরি বার্ন করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। ফলে ওজন কমানো কঠিন হয়ে ওঠে।
যে প্রক্রিয়ার মাধ্যমে শরীর খাদ্য এবং পানীয়কে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে তাকেই মেটাবলিজম বলে। এটা যত দ্রুত হবে তত দ্রুত চর্বি পুড়বে। আর ধীর হলে ক্যালোরি পুড়বে ন্যূনতম। কিছু জিনিস মেটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে। সেটা হল ব্যায়াম এবং সঠিক আহার। এখানে মেটাবলিজম বুস্টিং পানীয়ের হদিশ দেওয়া হল।
advertisement
advertisement
চিয়া এবং লেবুর জল: এক কাপ জলে ১ থেকে ২ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে চিয়া বীজ। তারপর সেগুলো ছেঁকে নিয়ে রাখতে হবে আলাদা গ্লাসে। তাতে দিতে হবে লেবুর রস। সঙ্গে হাফ চা চামচ মধু। এবার সবকটা উপাদান ভাল ভাবে মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে চিয়া লেবুর জল।
advertisement
লেবু এবং আদার জল: প্রথমে আদার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তারপর ব্লেন্ডারে জল দিয়ে পিষে নিতে হবে ভাল করে। এবার সেটা একটা গ্লাসে ঢেলে তাতে দিতে হবে লেবুর রস আর ভাজা জিরে গুঁড়ো। সবকটা উপাদান ভাল করে মিশিয়ে নিলেই প্রস্তুত লেবু আদার জল। এই পানীয় সকালে খালি পেটে পান করতে হয়।
advertisement
জিরে এবং দারচিনির জল: ইলেকট্রিক কেটলিতে এক গ্লাস জল, ৪ চামচ জিরে এবং ২টি দারচিনির কাঠি দিয়ে ফোটাতে হবে যাতে সবকটা উপাদানের কাত্থ জলের সঙ্গে মিশে যায়। এবার সেই জল একটা গ্লাসে ছেঁকে নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে পান করতে হবে।
গ্রিন টি এবং পুদিনার পানীয়: গ্লাসে গরম জল নিয়ে তাতে দিতে হবে গ্রিন টি-র ব্যাগ। ১ মিনিট থাক। তারপর গ্রিন টি-র ব্যাগ তুলে নিয়ে জল ছেঁকে তাতে মেশাতে হবে পুদিনা পাতা, লেবুর রস এবং মধু। সবকটা উপাদান ভাল করে মিশিয়ে পান করতে হবে।
advertisement
জোয়ানের ডিটক্স পানীয়: ১ টেবিল চামচ জোয়ান সারারাত ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে জলটা ছেঁকে নিয়ে ফোটাতে হবে মিনিট খানেক। ফোটানোর সময় দিতে হবে ১ টুকরো দারচিনি এবং সামান্য লেবুর রস। ব্যস, ডিটক্স পানীয় পরিবেশনের জন্য প্রস্তুত!
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Lifestyle: এই শীতে হুড়মুড়িয়ে কমিয়ে ফেলুন বাড়তি ওজন, রইল ড্রিঙ্কসের রেসিপি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement