Paschim Medinipore News: ফ্যান হো তো অ্যায়সা, আর্জেন্টিনা কাপ জিততেই দারুণ কাজ চপ বিক্রেতার

Last Updated:

সকাল হতেই তিনি দোকানে হাজির হন মেসি লেখা নীল সাদা জার্সিতে এবং গোটা দোকান সাজিয়ে ফেলেন নীল সাদা বেলুনে। ৩৬ বছর পর স্বপ্নপূরণ! মেসির হাতে বিশ্বকাপ ওঠায় খুশিতে পথচলতিদের মিষ্টিমুখ চপ বিক্রেতার

+
মেদিনীপুরের

মেদিনীপুরের মেসি জয়দেব বরাট 

#পশ্চিম মেদিনীপুর: গোটা বিশ্ব জুড়েই একটাই নাম তা হল মেসি। আর মেসির পায়ে ভর দিয়ে এবারের ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা। যদিও খেলাটা খুব একটা সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত টানটান উত্তেজনার মধ্য দিয়েই আর্জেন্টিনা স্লোগানে শেষ হল বিশ্বকাপ। জয়ী হয়ে ফিফা বিশ্বকাপের ট্রফি হাতে পেল আর্জেন্টিনা, তবে প্রধান মুখ সেই মেসি। আর মেসির হাতে বিশ্বকাপ ওঠায় খুশি গোটা বিশ্বের সঙ্গে মেদিনীপুর শহরের গোলকুয়ার চকের চপ বিক্রেতা জয়দেব বরাট।
পেশায় জয়দেব বাবু একজন চপ বিক্রেতা। প্রতিদিন সকাল হলেই চপ, পিয়াজি, মুড়ি ঘুঘনি, পাকুড়ি সহ বিভিন্ন তেলেভাজার ডালা সাজিয়ে বসেন দোকানে। একসময় ঝন্টু দার (জয়দেব বরাট) প্রিয় খেলা ছিল ফুটবল, ফুটবল পাগল ঝন্টু দা ১৯৮৬ সাল থেকেই ছিলেন মারাদোনার ভক্ত। ফুটবল প্রেমী জয়দেব বাবুর মারাদোনার পরেই পছন্দ হয়ে পড়ে মেসির খেলা। আর তারপর থেকেই তিনি একনিষ্ঠ পাগল ভক্ত মেসির। সোমবার যখন ফাইনাল ম্যাচ চলে তখন তার মধ্যে ছিল টানটান উত্তেজনা। সারাক্ষণ তিনি রিমোট হাতে বসে খেলা দেখছিলেন টিভিতে। মাঝখানের দশ মিনিট কিছুটা হলেও বিচলিত হয়ে পড়েছিলেন ঝন্টু দা।
advertisement
advertisement
তবে শেষ পর্যন্ত মেসির খেলায় ৩-২ গোলে আর্জেন্টিনা জিতে যাওয়ায় আনন্দে কেঁদে ফেলেন জয়দেব বাবু। তবে সোমবার সকাল হতেই তিনি দোকানে হাজির হন মেসি লেখা নীল সাদা জার্সিতে এবং গোটা দোকান সাজিয়ে ফেলেন নীল সাদা বেলুনে। তবে এদিন দোকানে এসে চপ পেঁয়াজি ভাজার পাশাপাশি ছিল মিষ্টির ভাঁড়। একে একে পথচলতি মানুষের মুখে তুলে দিলেন সেই মিষ্টি। মিষ্টি বিলোতেও শুরু করেন রাস্তার পথ চলতি মানুষের মধ্যে। তবে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, দুঃখ একটাই মেসির অবসর নেওয়া। যদিও মাঝখানে চার বছর হাতে রয়েছে তার মধ্যে অনেক কিছুই ঘটতে পারে বলেই ব্যক্ত করলেন তিনি। পথ চলতি মানুষ তার হাতে মিষ্টি খেয়ে তারাও দেদার খুশি। অন্য এক মেসি ভক্ত বললেন, আমি একজন মেসি ভক্ত হয়ে আরেক মেসি ভক্তের হাতে মিষ্টিমুখ করতে পেরে গর্বিত।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipore News: ফ্যান হো তো অ্যায়সা, আর্জেন্টিনা কাপ জিততেই দারুণ কাজ চপ বিক্রেতার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement