যার মধ্যে ইঞ্জিনের মূল্য প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকার কাছাকাছি। এছাড়াও একটি প্রপেলারের ফ্যানের দাম থাকে প্রায় ৬ লক্ষ টাকা। ১০ থেকে ১২ জন শ্রমিকের মিলিত প্রচেষ্টায় একটি ট্রলার তৈরি হয়। ট্রলার তৈরিতে ব্যবহার করা শাল কাঠ, সেই কাঠের অভাবে ইউক্যালিপটাসের কাঠও ব্যবহার করা হয়ে থাকে। কাঠগুলিকে কেটে প্রথমে কাঠামো তৈরি করা হয়। এরপর সেটিকে জল প্রতিরোধক বানানো হয়।
advertisement
আরও পড়ুন: শহরের নামি শপিংমলে বড় অঘটন! গায়েব লাখ লাখ টাকা! ছড়িয়ে রয়েছে গভীর রহস্যের জাল
এই নিয়ে ট্রলার তৈরির এক কারিগর মনশশী বাগচি জানান, এই ট্রলার সাধারণ কারিগর তৈরি করতে পারেনা। প্রথমে ছোট নৌকা তৈরি করা শিখতে হয়, পরে ধীরে ধীরে ট্রলার তৈরির কাজে হাত লাগাতে হয়। ট্রলারে ভিতরে অন্দরসজ্জা থেকে শুরু করে সবকিছু করতে হয়। একবার ট্রলার তৈরি হয়ে গেলে সেটিকে জলে নামানো হয়। এরপর ট্রলার সাগর থেকে ফিরে এলে আরও একবার ট্রলারের পাটাতন পরীক্ষা করা হয়। সারাবছর ছোটোখাটো কাজ লেগেই থাকে এই ট্রলার তৈরির জন্য।
নবাব মল্লিক