আপাতত যেইসব এলাকায় পানীয় জলের সমস্যা সব থেকে বেশী সেইসব এলাকায় এই গাড়ি প্রতিদিনই যাতায়াত করবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷ এই প্রকল্পের শুভ সূচনা করা হয় সোনারপুর বিডিও অফিসে ৷ উপস্থিত ছিলেন সোনারপুর বিডিও সৌরভ ধল্ল, সাংসদ শুভাশিস চক্রবর্তী ও সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ও রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস ৷
advertisement
আরও পড়ুন: ঝড়ের মধ্যে বাড়ির বাইরে পা রেখেছিলেন, উদ্ধার হল মহিলার দেহ
পাশাপাশি পঞ্চায়েত এলাকায় প্রানীদের চিকিৎসার জন্য একটি ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্রেরও উদ্ধোধন করা হয় ৷ এই চিকিৎসা কেন্দ্রে সর্বক্ষন একজন করে চিকিৎসক ও চিকিৎসাকর্মী থাকবে বলে জানা গিয়েছে ৷ প্রানীদের ছোটখাটো অপারেশনও এই ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্রের মধ্যে হবে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: ভারতের জলসীমায় ৫ বাংলাদেশি! গ্রেফতার করল বন দফতর, কারণ শুনলে অবাক হবেন
এছাড়াও একটি কমিউনিটি টয়লেটেরও উদ্ধোধন করা হয় এদিন ৷ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার জানান এই এই সমস্ত এলাকাগুলি পানীয় জলের সমস্যা ছিল বরাবর আর সেই কথা মাথায় রেখে ভ্রাম্যমান পানীয় জলের গাড়ির পাশাপাশি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের গাড়ি থাকবে ২৪ ঘন্টা এলাকায় আর এই পরিষেবাগুলি চালু হওয়ার ফলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন ৷
সুমন সাহা