ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর মথুরাপুর এলাকার ওই তরুণীর বিয়ে হয়েছিল মগরাহাট এলাকায়। শ্বশুরবাড়িতে সবসময় ওই গৃহবধূকে কাজ না পাওয়া নিয়ে কথা শোনানো হত।
আরও পড়ুন - Kohinoor: রাণি এলিজাবেথের মৃত্যু, সবচেয়ে বড় প্রশ্ন কে উত্তরাধিকার পাবেন কোহিনুরের
হুগলি নদীতে ঝাঁপ দেওয়ার আগে ওই গৃহবধূ একটি সুইসাইড নোট লিখেছিলেন। সেই সুইসাইড নোটে স্বামীর বিরুদ্ধে অন্য নারীতে আসক্ত হয়ে পড়ার মত অভিযোগও তুলেছেন ওই তরুণী গৃহবধূ। ঘটনাচক্রে ডায়মন্ডহারবারে বৃহস্পতিবার ওই গৃহবধূ একটি স্কিল ডেভলেপমেন্ট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে এসেছিলেন। এরপরই বাড়িতে ফেরেননি তিনি।
advertisement
আরও পড়ুন - ক্লাস ৫ অবধি লেখাপড়া! বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার তৈরি করছেন রেজাউল
চরম হতাশায় ওইদিন রাতেই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার কেল্লার মাঠের কাছে হুগলি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী গৃহবধূ। ঘটনাটি চোখে পড়ার পর স্থানীয় কিছু যুবক ডায়মন্ডহারবারের হুগলি নদীতে ঝাঁপ দিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। সেসময় ঘটনাস্থলের কাছে ছিলেন ডায়মন্ডহারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা। তিনিও ঘটনাস্থলে পৌঁছন।
এরপর ওই গৃহবধূকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন তাঁরা। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে ওই তরুণীর অবস্থা স্থিতিশীল বলে খবর। ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে ডায়মন্ডহারবার থানার পুলিশ। শুক্রবার খবর দেওয়া হয়েছে ওই তরুণী গৃহবধূর বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির পরিবারের লোকজনকে। এই অনভিপ্রেত ঘটনায় হতচকিত সকলেই।
Nawab Ayatulla Mallick