Kohinoor: রাণি এলিজাবেথের মৃত্যু, সবচেয়ে বড় প্রশ্ন কে উত্তরাধিকার পাবেন কোহিনুরের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ব্রিটেনে সবচেয়ে লম্বা সময়ে শাসন করেছেন যে মহারাণী এলিজাবেথ (দ্বিতীয়) (Queen Elizabeth) বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন৷
#লন্ডন: ব্রিটেনে সবচেয়ে লম্বা সময়ে শাসন করেছেন যে মহারাণী এলিজাবেথ (দ্বিতীয়) (Queen Elizabeth) বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন৷ এখন তাঁর প্রয়াণের পর সিংহাসনের উত্তরাধিকার গেল প্রিন্স চার্লসের কাছে৷ তবে এখন সবচেয়ে বড় রহস্য রাণীর কোহিনুর খচিত মুকুটের উত্তরাধিকার কার কাছে যাবে?
advertisement
যদিও এই বছরের শুরুতে কুইন নিজেই ঘোষণা করেছিলেন ডাচেস অফ কনওয়েল (Duchess of Cornwall) ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে পরিচিত হবেন৷ প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলাকে তাই এই কোহিনুর উত্তরাধিকার হিসেবে দেওয়া হতে পারে৷
advertisement
নিজের ব্রিটিশ সিংহাসনে প্রবেশের ৭০ বছর পূর্তিতে কুইন এলিজাবেথ দ্বিতীয় ঘোষণা করেছিলেন৷ কিন্তু এতেই কি এই অমূল্য কোহিনুর হীরে কি ক্যামিলা পাবেন৷ এটা একটা প্রশ্ন৷ এরপর অবশ্য ব্রিটেনের রাজ পরিবার একটা অন্য পথে যাবে৷
advertisement
ব্রিটেনের মহারাণী এলিজাবেথের মুকুটের কোহিনুর হীরে সকলেই জানেন কতটা বিশেষ৷ ১০৫.৬ ক্যারেটের অমূল্য এই হীরে৷ এটা চতুর্দশ শতাব্দীতে ভারতে পাওয়া গিয়েছিল৷ শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন হাতে ঘুরেছে এই কোহিনুর৷
advertisement
যখন ১৮৪৯ সালে পঞ্জাবে ব্রিটিশ দ্বারা শাসিত হয়ে গিয়েছিল৷ এই হীরে হাত ঘুরে মহারাণী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়৷ এই রত্ন ব্রিটিশ ক্রাউন জুয়েলের (British Crown Jewels) অংশ হয়ে যায়৷ কিন্তু এই হীরে নিয়ে বিবাদ জারি থাকে৷
advertisement
ভারত ছাড়াও চারটি দেশের সঙ্গে এই হীরে ওতপ্রতভাবে জড়িত৷ ফলে ঐতিহাসিক তত্ব থাকায় একে ঘিরে বিবাদ জারি৷ কুইন এলিজাবেথের জন্য প্ল্যাটিনাম ক্রাউনে এই হীরে বসানো হয়৷
advertisement