জানা যায়, এক দুষ্কৃতীর গায়ে ধাক্কা লাগালে কেন্দ্র করেই বচসার সূত্রপাত। অভিযোগ, এরপর বেশ কিছু দুষ্কৃতী এলাকায় জড়ো হতে থাকে। কিছুক্ষণ পরই জনবহুল এলাকায় ঢুকে আগ্নেয়াস্ত্র বার করে পরপর গুলি চালাতে থাকে। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে আসে রবীন্দ্রনগর থানার পুলিশ। স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ।
advertisement
দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সন্তোষপুর রোড অবরোধ করেন স্থানীয়রা। মোটা প্লাস্টিক পাইপ ও ইট ফেলে রাস্তা অবরোধ করা হয়। অবরোধ তুলতে আসে রবীন্দ্রনগর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ ।
স্থানীয়দের অভিযোগ এলাকায় মাদক ব্যবসায়ী আলাউদ্দিন বসের সঙ্গীরা প্রকাশ্যে পরপর গুলি চালায়। আলাউদ্দিন বস এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি গাঁজা-হেরোইন-মদের ঠেক ও জুয়ার ঠেক চালায়। অভিযোগ, সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা যায়, দুষ্কৃতীরা হাতে বন্দুক নিয়ে এলাকায় দাপাদাপি করছে, তারপরও চুপ পুলিশ, প্রশাসন।
অর্পন মণ্ডল