TRENDING:

Gangasagar Mela: নানা প্রদেশ থেকে আসা লক্ষ লক্ষ ভক্ত, নারী-পুরুষের সমাগম, রঙিন হয়ে উঠছে গঙ্গাসাগর মেলা

Last Updated:
Gangasagar Mela: নাচ-গান আলোর রোশনাই আর ভক্ত সমাগমে মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর মেলা ২০২৬
advertisement
1/6
নানা প্রদেশ থেকে আসা লক্ষ লক্ষ ভক্ত, নারী-পুরুষের সমাগম, রঙিন হয়ে উঠছে গঙ্গাসাগর মেলা
শুরু হয়ে গিয়েছে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা। অফিসিয়ালি মেলা গত ১০ ই জানুয়ারি শুরু হলেও বছরের শুরুর দিন থেকেই সাগরের পুন্য ভূমিতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুন্যর্থীরা আসছেন এই মেলায়। তবে মেলা শুরু হতেই সেই ভিড় এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।
advertisement
2/6
গঙ্গাসাগর মেলা ভারতের অন্যতম শ্রেষ্ঠ মেলা হলেও কেন্দ্রীয়ভাবে জাতীয় মেলার স্বীকৃতি এখনও দেওয়া হয়নি এই মেলাকে। তবে রাজ্য সরকার সবরকম প্রস্তুতি নিয়েছে এই মেলাকে পুন্যার্থীদের জন্য।
advertisement
3/6
গঙ্গাসাগর আরও সুন্দর ও মনোরম করার জন্য। ২০ হাজার ৪০০ স্কোয়ার মিটার বীচ পুনর্নির্মাণ করা হয়েছে। ডিজিটাল ব্যবস্থায় নজিরবিহীন প্রস্তুতি সাগর দ্বীপে।বয়স্ক ও শিশুদের জন্য ‘ই-পরিচয়’ এবং রিস্ট ব্যান্ড দেওয়া হচ্ছে, যাতে হারিয়ে গেলে দ্রুত খুঁজে পাওয়া যায়।
advertisement
4/6
পুন্যার্থীদের নিরাপদে মেলা ভ্রমণের জন্য বিশেষ ডিজিটাল ব্যবস্থা গঙ্গাসাগরে এবার কোন কুম্ভমেলা নেই, তাই রেকর্ড পরিমাণ ভিড় হওয়ার কথা গঙ্গাসাগর মেলায়। ইতিমধ্যেই পঞ্চাশ লক্ষের বেশি মানুষ এসেছেন এই মেলায়। দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসন তথা রাজ্য প্রশাসনের এই উদ্যোগে খুশি পুন্যার্থীরা।
advertisement
5/6
মকর সংক্রান্তির পুন্য স্নানের দিন লক্ষ লক্ষ পুন্যর্থী সাগরের জলে স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে পুন্য লাভ করবেন। কিন্তু সেই ভিড় এড়াতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগামী ১৪ তারিখ বুধবার দুপুর ১. ১৯ মিনিট থেকে ১৫ তারিখ বৃহস্পতিবার দুপুর ১. ১৯ পর্যন্ত পুন্য স্নানের সময় বলে জানা গিয়েছে।
advertisement
6/6
হাজার হাজার সাধু-সন্ন্যাসী, নাগা সাধু থেকে শুরু করে অঘোরীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে সাগরদ্বীপ। সেই বিপুল ভিড়ের মাঝেই নিজের স্বতন্ত্র উপস্থিতি দিয়ে আলাদা করে নজর কেড়েছেন লাইট বাবা। ধর্মীয় আবহের সঙ্গে আধুনিক আলোর মেলবন্ধন তাঁকে করে তুলেছে এবারের গঙ্গাসাগর মেলার অন্যতম আলোচিত মুখ। (তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Gangasagar Mela: নানা প্রদেশ থেকে আসা লক্ষ লক্ষ ভক্ত, নারী-পুরুষের সমাগম, রঙিন হয়ে উঠছে গঙ্গাসাগর মেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল