ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামেছাদে কাপড় মেলাকে কেন্দ্র করে শ্বাশুড়ি পুতুল দাসের সাথে ঝামেলা বাধে বৌমা রুবি দাসের। হঠাৎই শ্বাশুড়ির হাতে কামড়ে দেয় বৌমা। শুধু তাই নয়, তারপর পায়ের জুতো খুলেও শ্বাশুড়ির মুখে মারা হয় বলে অভিযোগ। তবে বৌমা রুবি দাস তিনি কিন্তু পুরো ঘটনায় অস্বীকার করেছে। তিনি জানান ছাদে একটি জামাকাপড় মেলাকে কেন্দ্র করে আমার শাশুড়ির সাথে কথা কাটাকাটি হয়েছে। এরকম কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন: 'কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে!' জীবনের কঠিন লড়াই লড়ছেন দেব! সঙ্গে প্রসেনজিৎ
পাশাপাশি এ ব্যাপারে আমাদেরকে শাশুড়ি পুতুল দাস তিনি জানান বাড়ির ছাদে জামা কাপড় মেলে দেওয়া হয় সবাই মিলে। একটি বাঁশের সাথে দড়ি টাঙানো থাকে তাতেই মেলে দেওয়া হয়। কোনোভাবে ভারী হওয়ার কারণে বাঁশটা ভেঙে যায় তারপর আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছিল আমার ছেলের বউ আমি আমার মত ঘরে শুয়েছিলাম। তারপর হঠাৎ এসে আমার ছেলের সামনে পায়ের জুতো দিয়ে আমার মুখে মারল এবং আমার হাতে কামড়িয়ে নিয়েছে। আমি চাই ও উপযুক্ত শাস্তি পাক। এ ব্যাপারে শাশুড়ি পুতুল দাস সোনারপুর থানায় এসে পুরো ঘটনা খুলে বলে এবং বৌমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পুরো ঘটনা শোনার পর ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
সুমন সাহা