Kacher Manush: 'কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে!' জীবনের কঠিন লড়াই লড়ছেন দেব! সঙ্গে প্রসেনজিৎ!

Last Updated:

Kacher Manush: কলি যুগে বাঁচতে গেলে সত্যিই টাকা লাগে! টাকা ছাড়া কিছুই সম্ভব না! কোন কথা বলবে 'কাছের মানুষ'! মুক্তি পেল গান!

#কলকাতা: পুজোয় দেব ও প্রসেনজিৎ এবার এক সঙ্গে আসবেন। সকলের মনে জায়গা করে নিতে। দেব ও প্রসেনজিৎ দু'জনেই দর্শকের খুব কাছের মানুষ। সব সময় মানুষ এই দুই নায়ককে ভালবাসা দিয়ে এসেছে। এবার তাই 'কাছের মানুষ' ছবি নিয়ে আসছেন তাঁরা। সামনের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে 'কাছের মানুষ'। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।
গোলন্দাজ-এর পর ফের একবার পর্দায় জুটি বাঁধলেন দেব ও ইশা সাহা। পথিকৃত বসু এই ছবির পরিচালক। প্রযোজনায় দেব। এবার মুক্তি পেল এই ছবির গান। 'কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে'- এই গানে যেন বর্তমান সমাজের কথাই তুলে ধরা হয়েছে। প্রকাশিত গানের ভিডিওতে দেখা যাচ্ছে, পাড়ার রকে বসে আছেন প্রসেনজিৎ। আর গোটা গান জুড়ে জীবনের লড়াইয়ে ছুটে চলেছেন দেব। বাসে ঝুলে অফিস যাওয়া থেকে শুরু করে যেন জীবনের কঠিন লড়াইয়ের কথা বলা হচ্ছে এই গানে।
advertisement
advertisement
advertisement
'কাছের মানুষ' ছবির সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়। লোকগীতি 'টাকা লাগে' থেকে অনুপ্রাণিত এই গান। গানটি গেয়েছে শিশু শিল্পী প্রাঞ্জল বিশ্বাস। বাংলার এই খুদে শিল্পী ইতিমধ্যেই রিয়ালিটি শোতে বিখ্যাত। তার গান শেখার গল্পও বহু মানুষ জানেন। তবে এই গান যেন প্রাঞ্জলের জন্যই তৈরি হয়েছে। প্রাণবন্ত হয়ে উঠেছে এই গান। দেব তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ভিডিও। ইতিমধ্যে বহু মানুষ দেখে ফেলেছেন। প্রশংসাও করেছেন অনেকেই। দেবের শেষ কয়েকটি ছবিই খুব জনপ্রিয় হয়েছে। আশা করা যায় 'কাছের মানুষ' ফের জয় করবে মানুষের মন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kacher Manush: 'কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে!' জীবনের কঠিন লড়াই লড়ছেন দেব! সঙ্গে প্রসেনজিৎ!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement