এই সাহেববাড়ির গির্জা ইংরেজ আমলে তৈরি। তখন এলাকায় থাকতেন সাহেবরা। সেই থেকে এলাকার নাম হয়ে যায় সাহেববাড়ি। এখানে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন। এখানে এসে আপনি ঘুরে দেখতে পারেন গির্জা সংলগ্ন বাগান, বড় ঘণ্টা-সহ আরও অনেক মনোরম জিনিস। রয়েছে একটি বড় পার্ক। যেটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।
advertisement
এখানে আসতে হলে আপনাকে আসতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশনে। সেখান থেকে বাস অথবা অটোতে করে সাহেববাড়ি। ট্রেন ভাড়া ২০ টাকা, বাস অথবা অটো ভাড়া আরও ৩০ টাকা। ২৫ ডিসেম্বর সমস্ত দিন সকলের জন্য খোলা থাকে এই গির্জা। তবে বছরের অন্যান্য দিন গির্জার আশেপাশে ঘুরতে পারবেন আপনি।
এ নিয়ে সাহেববাড়ি গির্জার পৃষ্ঠপোষক খোকন ঘোষ জানান, গির্জাটি ভগ্নপ্রায় হয়ে পড়েছিল। ফাদার স্যার পনিরসিলভম ও গ্রামবাসীদের উদ্যোগে এটিকে সংস্কার করা হয়েছে। আশা করা হচ্ছে এ বছর বড়দিনে এই গির্জায় প্রচুর মানুষজন ভিড় করবেন। গির্জার নতুন রূপ সকলকে মুগ্ধ করবে বলে জানিয়েছেন তাঁরা।





